মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠানের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে’র সভাপতি কর্নেল মোঃ মারুফুল আবেদীন, বিজিওএম। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে’র সহ-সভাপতি লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, আর্টিলারী, কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে’র শিক্ষা অনুরাগী মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক (কোম্পানী কমান্ডার) পারভেজ শামীম, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মারফত আফ্রিদী, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম খান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে’র সহকারী প্রধান শিক্ষক দাউদ হাসান ও কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই নয়, বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্যও ক্রীড়া চর্চা অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছর আমাদের প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। খেলা শেষে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরষ্কার ও ক্রেষ্ট বিতরণ করেন।
Leave a Reply