মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ গতকাল বুধবার সকাল দশটায় ইসলামিক ফাউণ্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত,জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ ইং উপলক্ষে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশগ্রহণ করে (হযরত মুহাম্মদ সাঃ এর সংক্ষিপ্ত জীবন থেকে) উপস্থিত বক্তৃতায় বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেছে।সে ইতিপূর্বে দু’বার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করতে পারেনি কিন্তু হাল ছেড়ে দেয়নি। এবছর সে উপজেলা এবং জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় কৃতিত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায়। সে যেন জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে পারে, সেজন্য সকলের নিকটে দোয়া কামনা করেছে। আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে সায়মুুম আরাফাত স্বপ্নীল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক শাহাবুল হক, অর্থ সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল,শিক্ষা বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল,ধরিত্রি প্রকাশনার প্রকাশক ও কবি কিশোর কারনিক। মোঃ সায়মুম আরাফাত স্বপ্নীল, আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য মোঃ বশিরুল আলম ও ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মোসাঃ মাহবুবা আক্তার এর একমাত্র সন্তান। পরিবারের পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply