আলমডাঙ্গা ব্যুারো ॥ আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত ২টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া জগন্নাথপুর গ্রামের মাঝে এ ঘটনা ঘটে। রাত ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তান্ডর চালায় ডাকাত চক্র।সংঘবদ্ধ ডাকাতদল ঘন্টাব্যাপী লাশবাহী অ্যাম্বুলেন্স, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা জানান, পরপর চারটি বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডাকাতদল একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ দুটি অ্যাম্বুলেন্স, ৬টি ট্রাক, একটি পরিবহণ ও একটি পিকআপ আটকে ডাকাতি করে।কুষ্টিয়ার ড্রাম ট্রাক ড্রাইভার মিতুল জানায়, ‘আমি ও আমার হেলপার সবুজ আলমডাঙ্গায় বালু নামিয়ে ফিরছিলাম। আমার গাড়ির সামনে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। ৩ থেকে ৪টি বোমা ফাঁটিয়ে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমার নিকট ৪২ হাজার টাকা ছিল। আর হেলপারের নিকট থেকে ২হাজার ৫শ টাকা ও মোবাইল নিয়েছে। চুয়াডাঙ্গার অ্যাম্বুলেন্স ড্রাইভার শরিফুল ইসলাম স্বপন জানান, তিনি কুষ্টিয়ায় রোগী নামিয়ে ফিরছিলেন। তিনি ওই মাঠে এসে দেখতে পান সামনে গাছ ফেলা একটি ট্রাক দাঁড়ানো। এরপর ৩ থেকে ৪টি বোমা বিস্ফোরনের শব্দ শুনতে পান। ডাকাতরা বেশ কয়েকজন ছিলো। এ সময় তার নিকটে থাকা ৫ হাজার টাকা তারা নিয়ে নিয়েছে। ট্রাক ড্রাইভার শ্রী বকুল রায় জানায়, তার গাড়ির পেছনে বোমাগুলো ফাঁটায়। তার নিকট অল্প কিছু টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। অনিক নামের এক ড্রাইভার জানায়, তার নিকট থেকে ২ হাজার ৫শ টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। লাবুল নামের আরেক ট্রাক ড্রাইভার জানায়, তার নিকট থেকে ৭ হাজার টাকা নিয়েছে। নাহিদ নামের এক পিকআপ ড্রাইভার জানান, তার নিকট থেকে ৩ হাজার ৫শ টাকা নিয়েছে
Leave a Reply