কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় করোনাকালীন সময়ে বাল্যবিবাহ ও ইভটিজিং ও মাদক নারী নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে করোনকালীন সময়ে শহর ও গ্রামাঞ্চলে ইভটিজিং, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, করোনাকালীন সময়ে স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে-মেয়েরা বাড়ীতেই দীর্ঘ প্রায় দ্ইু বছর অবস্থান করছে। এতে করে ছাত্র-ছাত্রীদের মনে নানা রকম বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। পড়াশুনা ব্যতিত কোন কাজ না থাকায় ঘরের বাইরে এলাকায় বেশি সময় অবস্থান করায় উঠতি বয়সী কিশোর, যুবকরা কিশোরী, যুবতীদের নানা রকম উত্যক্ত করার খবর পাওয়া যাচ্ছে। পাড়া-মহল্লায় মাদক ও নারী নির্যাতনেরও নানা খবর শোনা যাচ্ছে। তিনি বলেন, জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি কুষ্টিয়াকে সার্বিক উন্নয়নে ভুমিকা রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোন ভাবেই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনের সাথে আপোষ নেই। ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর বিপ্লব কুমার সাহা, মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিন খাতুন।
Leave a Reply