মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর সরকারী বালিকা উ”চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমন্নেছা। বিশেষ অতিছি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, মিরপুর সরকারী বালিকা উ”চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শফিউল ইসলাম, সহকারী শিক্ষক জয়শ্রী পাল, সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ। অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশ ও জাতীর ভবিষ্যৎ। খেলা-ধুলা মানুষের মন মানষিকা বিকশিত করে। তোমরা ক্রীড়া এবং শিক্ষাক্ষেত্রে ভাল অবদান রেখে দেশের মুখ উজ্জ্বল করবে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।
Leave a Reply