এনএনবি : উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তার পরও কমেছে বৈদেশিক অর্থছাড়। মূলত রাজনৈতিক পালাবদলের পর নানান কারণে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। এসব কারণে কমেছে বৈদেশিক অর্থছাড়। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের অর্থছাড়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।
সম্প্রতি ইআরডি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ছয় মাসে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৩ দশমিক ৫৩২ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২ দশমিক ২৯৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৯৮৯ বিলিয়ন ডলার।
উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও আগের নেওয়া ঋণের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ ক্রমান্বয়ে বাড়ছে। অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ১ দশমিক ৫৬৭ বিলিয়ন ডলার।
ঋণছাড়ে শীর্ষে এডিবি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বিদেশি ঋণের সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তাদের ঋণছাড়ের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত জুলাই-ডিসেম্বর সময়ে এই ঋণদাতা সংস্থা ১০৫ কোটি ডলারের ঋণ ছাড় করেছে। শীর্ষ পাঁচে থাকা অন্য চারটি দেশ ও সংস্থা হলো বিশ্বব্যাংক, রাশিয়া, জাপান ও চীন।
ঋণছাড়ে দ্বিতীয় স্থানে থাকা বিশ্বব্যাংক গত ছয় মাসে দিয়েছে ৮০ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার ছাড় করা ঋণের পরিমাণ ৫৩ কোটি ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা জাপান ও চীন ঋণ ছাড় করেছে যথাক্রমে ৪৪ কোটি ডলার ও ২৭ কোটি ডলার।
কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় ভিত্তিতে বাংলাদেশের ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। ফলে ঋণদাতা দেশ হিসেবে শীর্ষ পাঁচে রাশিয়া ও চীনের মতো দেশ ঢুকে গেছে। রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ দেশের বেশ কিছু বড় প্রকল্পে অর্থায়ন করছে চীন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি সংস্থা ও দেশের কাছ থেকে ঋণসহায়তার প্রতিশ্রুতিও খুব বেশি মিলছে না এখন।
Leave a Reply