বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা গার্লস স্কুলের রাস্তায় বখাটেদের উৎপাত।অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। নতুন শিক্ষা বর্ষের কার্যক্রম শুরু হয়েছে। সাথে সাথে অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্বেগ উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে।গার্লস স্কুলের পার্শ্ববর্তী গলিপথ গুলো রীতিমতো আতংকের নাম। গোবিন্দপুর থে?কে সরকারি গোডাউনের পিছনের রাস্তা, কলেজপাড়া থেকে গোরস্থানের পিছনের সড়ক এবং কালিদাসপুর সাদাব্রীজ থেকে পুরানো স্নানঘাট হয়ে চারতলা মোড় পর্যন্ত নিরিবিলি সড়কে ছাত্রীরা নির্বিগ্নে চলাচল করতে পারছে না। প্রতিনিয়ত বখাটেদের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীরা। স্কুল শুরু এবং ছুটি হওয়ার সময়ে বিভিন্ন পয়েন্টে বখাটে কিশোর যুবকেরা মেতে ওঠে অসভ্যতায়। নানা রকম বাজে মন্তব্য, দ্রুত বাইক চালানো এমনকি শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনাও ঘটে থাকে। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভূমিকা রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ রাখছেন অভিভাবক ও শিক্ষক মন্ডলি। পাশাপাশি অভিভাবক মহলের প্রতি শিক্ষক বৃন্দের আবেদন আসুন একটু সচেতন হই। আমাদের সন্তানদের চলার পথ নিরাপদ রাখতে নিজেরাই টহল দিই নিয়ম করে।আর আমাদের মেয়েদেরও সে ভাবে গড়ে তুলি যাতে তারা প্রতিবাদ করতে পারে।যখন স্কুলে আসবে অন্তত তারা যেন দলবেধে একসাথে ৫/৬ জন করে আসে।তাহলে বখাটের দল ভয় পাবে।অভিভাবকদের দাবী বিষয়টি আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলে এবং পুলিশ প্রশাসন তদারকি করলে বখাটেদের উৎপাত বন্ধ হওয়া সম্ভব। স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক মন্ডলিকেও ভুমিকা রাখা প্রয়োজন বলে অভিভাবক গণ মনে করেন।
Leave a Reply