ঢাকা অফিস ॥ কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত পথসভা সফল করতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখা । বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাউনিয়া বাসস্ট্যান্ডে স্বাগত মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুর রহিম ও সেক্রেটারী মাওলানা বরাকুল ইসলাম।
আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩.০০ টায় মীরবাগ ডিগ্রী কলেজ মাঠে পথসভাটি অনুষ্ঠিত হবে।
দলের শীর্ষ নেতার আগমনে ‘পথসভা’ কর্মসূচিকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাস। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা করছে লিফলেট বিতরন ও স্বাগত মিছিল।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগদান শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে উক্ত পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক রংপুর মহানগর আমীর অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রাব্বানী।
আরও বক্তব্য রাখবেন জেলা ও উপজেলা জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।
Leave a Reply