আলমডাঙ্গা ব্যুারো ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি পিঠা মেলা-চার“ ও কার“শিল্প মেলায় উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।
গতকাল বেলা ১০টা থেকে মেলার মাঠে দর্শকদের ভীড় লক্ষ করা গেছে। আলমডাঙ্গা উপজেলা মঞ্চে দুইদিনের এই মেলায় আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার বসু গতকালও অফিসারদের নিয়ে মেলা পরিদর্শন করেন। প্রথমদিনে মেলায় একটি ভেলপুরির দোকানে চুরির ঘটনা ঘটেছিল,সহকারি কমিশনার ভেলপুরি দোকানে এসে কবিতা খাতুনের সাথে কথা বলেন, এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন।তিনি বলেন সিসিটিভি ফুটেজে তেমন কোন ঘটনা চোখে পড়েনি,তবে আমরা এই অনাকঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।শেষের দিন সহকারি কমিশনার ভুমির সাথে উপ¯ি’ত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনা,জান্নাতুল ফেরদৌস ঊষা,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, যুগ্ম সম্পাদক মোঃ বশির“ল আলম প্রমুখ। চার“ ও কার“শিল্পে বাংলার ঐতিহ্য হাতে বুনা পোশাক, মাটির পাত্র সাজিয়ে রেখেছে।শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলনা, ঘর সাজানোর সরজ্ঞাম চোখে পড়ার মত।সার্বিক দিক থেকে মেলায় শিশু, কিশোর,স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তার, উপ¯ি’তিতে মেলার মাঠ জমে উঠেছে। গত সোমবার ও মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেলা চলবে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন। এই পিঠাপুলি, চার“ ও কার“ মেলার প্রতিটি স্টল সুন্দর করে সাজানো ছিল, সব স্টলে মেলায় আসা দর্শকদের উপচে পড়া ভীড় ছিল, স্টলের মধ্যে প্রয়োজন ডটকমে বিকিকিনি সবচাইতে বেশি হয়েছে বলে ধারনা করা হ”েছ। এছাড়াও মাহেরা হোম ডেকো,মালা পিঠাপুলি, রোজ পিঠা হাউস,রাহান ট্রেডিশনাল কিচেন,ড্রিম কেক হাউস,স্বপ্নবাড়ি ফুল হাউস, পিঠালয়, তারিফ পিঠা হাউস,ঘরের খাবার, ুঃু ভৎবংয ভড়ড়ফ, মাছওয়ালি তাল্হা, পেয়েন্ট আউটফিট,ন্যাচারাল ফুড সার্ভিস,মালা ফুড হাউস, ড্রেস পয়েন্ট ডট কম, ভেলপুরি এন্ড ফুসকা হাউস, বিটা টেইলার্স, গ্রামীন মশলা, এ এফ লেডিস ফ্যাশন ঐতিহ্য বিপনী,তাজবীদ স্মার্ট তুষার মুক্ত স্কাউট গ্রুপ,শাম্মী নকশী নীড়, পিয়াঙ্কা শপ,সম্পূর্ণা, জান্নাতুল কুশি ঘর, ছাড়াল আরও বেশ কয়েকটি স্টল দেখার মত ছিল। অতিথি বৃন্দ মেলা প্রাঙ্গণের এসকল স্টল ঘুরে দেখেন। বাণিজ্য মেলায় পিঠা উৎসব ব্যানারে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এমন সব পিঠার পসরা সাজিয়ে মহিলা উদ্যোক্তারা স্টলে শোভাবর্ধন করে রেখেছে।
Leave a Reply