কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী তে ভ্যান চালকমজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুর ২টার দিকেতাঁদেও কে আদালতে পাঠিয়েছে পুলিশ। নিহত মজিবররহমানশেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণমুলগ্রামের মৃত আব্দুররহমানের ছেলে। গ্রেফতারকৃ তরাহলেন – মজিবরের ছোট ভাই মজনুশেখ (৫৫) ও তাঁর স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।
কুমারখালী থানার ওসি মো. সোলায় মান শেখ বলেন, বসতবাড়ি জমি এবং ২৫হাজার পাওনা টাকার জেরে ২০২৪সালের এক নভেম্বও ভ্যান চালক মজিবররহমানকে মারপিটকওে রক্তাক্ত জখম করেন তাঁর ভাই, ভাবিসহস্বজনরা।এ ঘটনায় আহত হয়ে তিনি ৩নভেম্বও পর্যন্তউপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজ বাড়িতে চলে যান। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২নভেম্বর মারা যান। এঘটনায় ১৩নভেম্বও মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি কওে একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেওে স্বামীকে হত্যা করেছে নিকটতম আত্মীয়রা।সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি। একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার কওে আদালতে পাঠানো হয়েছে। আসামি ও বাদীনি কটতম আত্মীয়।
Leave a Reply