কুমারখালী প্রতিনিধি ॥ এসো দিন বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে কুষ্টিয়ার কুমারখালীতে তার“ণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শিশুপার্ক চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে বারোটি দলে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেওয়া তরুণ তর“ণীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা উপ¯’াপন করেন। তর“ণ তর“ণীদের উপ¯’াপনগুলো সকলের নজর কাড়ে। এ কর্মশালায় উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশিকুজ্জামানের সঞ্চালনায় তারুণ্যের উৎসবে উপ¯ি’ত ছিলেন, সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির ¯’ানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সং¯’ার পিএসই প্রকল্পের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার বিকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার“ণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুর“ষ্কার বিতরণ করেন। এর আগে বেলা ১১টায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার“ণ্যের উৎসব উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ও তর“ণ তর“ণীদের অংশ নেওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পৌর শিশুপার্ক চত্বে গিয়ে সমবেত হয়। এ উপলক্ষে বিকালে পৌর শিশুপার্ক চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply