কুষ্টিয়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ উৎসব কর্মশালায় জেলা প্রশাসক
কাগজ প্রতিবেদক ॥ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় কুষ্টিয়া পৌরসভায় মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ মেধাবী শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করেন। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমার বিশ্বাস তরুনদের মাধ্যেমে আমরা আগামীদিনের সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাব।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা শেষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ের উপর কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা বক্তব্যের মাধ্যেমে আগামীর বাংলাদেশ সর্ম্পকে তাদের নিজ নিজ ভাবনার কথা তুলে ধরেন। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের নির্ধারিত বক্তব্যের মধ্যে থেকে বিচারকের মাধ্যেমে সেরা তিনজন বক্তা নির্বাচন করা হয়। প্রথম স্থান অর্জন করেন কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষার্থী ফারদিন খাঁন দ্বিতীয় স্থান অর্জন করেন কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ও তৃতীয় স্থান অর্জন করেন হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ কবির হোসেন। ও বিচারকের দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল ইসলাম।
Leave a Reply