আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গার আসমানখালী বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয়ের ঘোষণার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। গতকাল বিকেল ৪ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসব লিফলেট বিতরণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা সেটাকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। স্বাধীন দেশের সাধারণ ছাত্র জনতার জুলাইয়ের অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রেজাউল বাশার, যুগ্ম সদস্য হাসিবুল হাসান শান্ত, যুগ্ম সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শিমুল, ফাহিম উদ্দিন মভিন, মাহিন, আকাশ, নিশাত, সৈকত, কাফি, মাসুম, তামিম, শাকিব, সেতু, রাকিব, রিদয়, নাইমুর, নাছিম, স্বাধীন, রাতুল ও সিফাত প্রমুখ।
Leave a Reply