1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:52 pm

কুমারখালীতে সরকার পতনের পর জোরপূর্বক দোকান দখলের অভিযোগ কামাল-হান্নানের বিরুদ্ধে

  • প্রকাশিত সময় Monday, January 13, 2025
  • 175 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মোমতাজ আলী সেখ নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার নিজ নামীয় দুটি দোকানঘর জোর পূর্বক দখলের অভিযোগ কামাল ও হান্নান নামের দুই ব্যাক্তির বিরুদ্ধে । এবিষয়ে মমতাজ উদ্দিন কুমারখালী থানাতে অভিযোগ দিয়েও কোন সমাধান পা”েছন না বলে জানান তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়, হানিফ মিয়া অধিগ্রহণ বহির্ভূত ৪৩.৫০ শতক গর্ত শ্রেণী জমির মধ্যে ৩৩ শতক জমি ১৭.১০.১৯৮৩ ইং তারিখে ৪৪৪৪ নং এওয়াজ দলিলে কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের মৃত্যু আফসার আলী সেখের ছেলে মোমতাজ উদ্দিন সেখের নিকট হস্তান্তর করেন। এরপর সেখানে তিনি ২২টি সেমিপাকা দোকান ঘর নির্মাণ করেন। সেসসব দোকান থেকে তিনি নিয়মিত ভাড়া উত্তোলন করে আসছিলেন। তবে গত বছর ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর স্খানীয় কামাল বিশ্বাস ও হান্নান বিশ্বাস জোর পূর্বক তার দুটি দোকান দখল করে নেন। অভিযুক্ত হান্নান ও কামাল দুজনই বিএপি নেতা বলে জানা গেছে ? সরেজমিনে গিয়ে দেখা যায়, দখল করা দুটি দোকানের একটিতে বিএপির নেতা কর্মীদের ছবি টানিয়ে রেখেছেন এবং অপরটি ভাড়া দিয়ে রেখেছেন। এ বিষযে ভুক্তভোগী মোমতাজ উদ্দিন জানান, দুর্গাপুর বিশ্বাসপাড়া (নন্দলালপুর ইউনিয়ন) আলাউদ্দিন বিশ্বাসের ছেলে কামাল বিশ্বাস ও সদকী ইউনিয়নের সোহরাব উদ্দিনের ছেলে আব্দুল হান্নান আমার দোকান দখল করেছে। তিনি আরো জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি এবং সেই জমিতে আমার ২২ টি সেমিপাকা দোকানঘর রয়েছে। সকল দোকানগুলো বিভিন্ন ব্যবসায়ীগণ দীর্ঘদিন পূর্বে আমার নিকট হইতে ভাড়া নিয়েছে এবং উক্ত দোকানের মালিক হিসেবে আমাকে ভাড়া প্রদান করিয়া আসছে। আইনত আমার সকল কাগজ পত্র ঠিক আছে কোথাও কোন ত্রুটি বিচ্যুতি নেই। তবে গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে সরকার পতনের পর ১০/০৮/২০২৪ ইং তারিখে আনুমানিক ১০ ঘটিকার সময় হান্নান ও কামাল আমার দোকানদারদের ভয়ভীতি দেখাইয়া ও মারমুখী হয়ে জোরপূর্বক দোকানের ভাড়া বাবদ ৬৯,৩০০/- টাকা আদায় করে নেয় এবং মোঃ আব্দুল হান্নান আমার ভাড়াটিয়া মোঃ রবিউল ইসলামের ২ টি দোকানঘর জোরপূর্বক দখল করে নিয়েছে। বিষয়টি দোকানদরা আমাকে অবহিত করলে আমি আমি গিয়ে তাদের এসব কার্যকলাপ করার কারণ জিজ্ঞাসা করা মাত্রই তাহারা আমার উপর মারমুখী হয় এবং জীবননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমি তাদের ভয়ে আতঙ্কের মধ্যে চলাফেরা ও বসবাস করছি। তারা যে কোন সময় আমার বড় ধরণের ক্ষতিসাধন করতে পারে মর্মে আশঙ্কা করিছি।
উক্ত জমির কাগজ পত্র থেকে জানাযায়, উল্লেখ্য দেং নং ২৩/২০০৮, বর্তমান নং ১৫১/২০২১ নং মামলায় বিজ্ঞ আদালত দোকান ভাড়ার বিষয়ে আদেশ দেন যে, নাঃ তপশীল ভুক্ত সম্পত্তিতে বিদ্যমান ২২ টি দোকান ঘরের রক্ষনাবেক্ষণ, মেরামত ও ভাড়া বিলের মাধ্যমে বা স্বয়ং দখল ভোগ করার অধিকার মোমতাজ সেখের পক্ষে অনুকুলে রেখে ( মোঃ মোমতাজ আলী সেখ) অত্র মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়া সময় পর্যন্ত আদেশ প্রদান করা হলো এবং অত্র আদেশের আলোকে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুমারখালী থানাকে সামগ্রিক বিষয়ে তদারকির জন্য নির্দেশ প্রদান করে আদালত।
এ সকারণে প্রতিপক্ষের বির“দ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের ও করেছেন ভুক্তভোগী মোমতাজ উদ্দিন। দখল হওয়া জমিটির মৌজা: বুজর“ক দূর্গাপুর। খতিয়ান নং ৭৩/১/১, দাগ নং ১০৯৮, ১০৮৯, ১০৮৮ (আর,এস) জমির পরিমান ৪২ শতাংশ। ২০ কুমারখালী বাসস্ট্যান্ড।
এবিষয়ে অভিযুক্ত হান্নান বিশ্বাস বলেন, এই জমি আমরা ২০০৭ সালে মূল মালিকের থেকে আমি কিনেছিলাম। আওয়ামিলীগের সময় পৌর মেয়রের সাথে করে প্রশাসন দিয়ে মোমতাজ উদ্দিন দখল করে নেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন আমাকে তারা নির্যাতন করে মারধর করে দোকান দখল করে নেয়। ৫ আগষ্ট ২০২৪ তারিখের পর পৌর মেয়র পালিয়ে গেছে তিনিও আসেন না যে কারনে আমার দোকান আমি ফেরত পেয়েছি। তবে সেসময় মোমতাজ উদ্দিন তার সকল কাগজ পত্র দেখালেও হান্নান এবং কামাল কোন কাগজ দেখাতে পারেননি। তাদের কাগজ পত্র ও দলিলাদী আদালতে জমা আছে এবং এই জমি নিয়ে মামলাও চলমান আছে বলে জানান।
তবে হান্নান বিশ্বাসের মামলার বিষয়ে মোমতাজ সেখ বলেন কামাল এবং হান্নান জাল দলিল করার কারনে তাদের দলিল বিজ্ঞ আদালত তাদের দলিল আটকে দিয়েছে এবং আমার পক্ষে আদালত আদেশ দিয়েছেন। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আমি যোগদানের পূর্বের ঘটনা। বিজ্ঞ আদালত থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640