কাগজ প্রতিবেদক ॥ ‘মুজিব নগর সেচ উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্টদের যোগসাজসে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক তিন এমপির বিরুদ্ধে’ সংবাদ প্রচারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (সেচ বিভাগের) প্রকল্প পরিচালকের কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়া কার্যালয়ের অভিযানিক টিম। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৪সদস্যের একটি টিম বিএডিসির সেচ প্রকল্প কার্যালয়ে যান। তবে এসময় প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট প্রকৌশলীগণ কেউ অফিসে উপস্থিত ছিলেননা। এ সময় দুদকের ওই টিম তাদের অভিযোগ বিষয়ক কাগজ পত্র পরিক্ষা নিরীক্ষা করেন এবং সরেজমিন বাস্তবায়িত প্রকল্পে অস্তিত্বের খোঁজে প্রকল্প এলাকায় যান এ সময় দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ‘২শ ৪৮ কোটি টাকা ব্যয়ে ‘মুজিব নগর সমন্বিত সেচ উন্নয়ন প্রকল্প’র প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমান সরকারী টাকা আত্মসাত বা তসরূপ করা হয়েছে এমন অভিযোগে তদন্তে এসেছিলাম। কিন্ত‘ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কার্যালয়ে উপস্থিত না থাকায় তাদের কাছে তদন্ত প্রাসঙ্গিক প্রয়োজনীয় নথিপত্র দাখিলের অনুরোধ করেছি। সেই সাথে কুষ্টিয়া সদর উপজেলার অধীনে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প এলাকায় সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগ বিষয়ে তদন্তে সত্যতা পেলে অবশ্যই যারা দায়ি থাকবেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন দুদক’।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ও নির্বাহী প্রকৌশলী আলি আশরাফ বলেন, ‘দেখুন আজকে যে উনারা আসবেন সেটা আমার জানা ছিলো না। যথারীতি আমি এবং আমার সহকর্মীসহ বাস্তবায়নাধী প্রকল্প এলাকায় তদারকিতে গিয়েছিলাম। তবে সেল ফোনে দুদক কর্মকর্তার সাথে যতটুকু কথা হয়েছে সে অনুযায়ী উনাদের চাহিত নথিপত্র দুই একদিনের মধ্যেই আমরা দুদকে দাখিল করবো’ বলে তিনি জানান।
Leave a Reply