ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল ১২ই জানুয়ারি রবিবার কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের স্বাক্ষরিত বিএনপি’র প্যাডে পৃথক পৃথক ভাবে উভয় কমিটির আত্মপ্রকাশ ঘটে। ভেড়ামারা উপজেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভার মেয়র, ভেড়ামারা উপজেলা বিএনপি’র বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মো: তৌহিদুল ইসলাম আলম। সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভেড়ামারা উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য মো: শাজাহান আলী। পৌর বিএনপির আহবায়ক হিসেবে অপরিবর্তিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুকে। ৩১ সদস্যের উপজেলা বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে শফিকুল ইসলাম বিশুকে, যুগ্ন আহ্বায়ক হিসাবে ৭জনকে, সম্মানিত সদস্য হিসেবে শিহাবুল ইসলাম চেয়ারম্যানকে এবং ১৯ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। ৩১ সদস্যের পৌর বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে শামীম রেজা শামীম, ৬ জন যুগ্ন আহবায়ক, মহসিন আলী সম্মানিত সদস্য এবং ২১ জনকে সাধারণ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply