কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় টাকা চাওয়ায় এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। খুন হওয়া ওই স্কুল ছাত্রের নাম আলামিন (১৮) সে এস, এস, সি পাশ করে স্থানীয় একটি কলেজে অধ্যায়ন করছিল। সে মিরপুর উপজেলার পশ্চিম রানা খড়িয়া এলাকার রবিউল সর্দারের ছেলে। রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে রানা খড়িয়া চাদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ঘটনার সময় চাঁদ মার্কেটের সামনে স্থানীয় আকুলসহ বেশ কয়েকজন বসা ছিল। এ সময় আলামিন আকুলের কাছে তার পাওনা টাকা চাইতে যায় । এতে আকুল ক্ষিপ্ত হয়ে কাছে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২শ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখ পর্যন্ত কোন মামলা হয়নি পুলিশ কাউকে আটক করতে পারেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শেষ পাতায় ২ কলামে
চুয়াডাঙ্গায় অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে শেষ করে দিলেন নিজেকে
আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গায় অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে রুশিয়া খাতুন (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে রুশিয়া খাতুনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। নিহত রুশিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিরণগাছী গ্রামের মাদারী মন্ডলের স্ত্রী। এর আগে গতকাল রোববার সকালে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করে স্থানীয় কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্য।নিহতের পরিবার সুত্রে জানা যায়, রুশিয়া খাতুন দীর্ঘদিন যাবত কিডনি, আলসারসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও ক্রমেই আরও অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে শনিবার দিবাগত রাতের যে কোনো সময় সবার অগোচরে বিষপান করেন। সকালে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহত রুশিয়া খাতুনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে কোন কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply