কাগজ প্রতিবেদক ॥ সা’দ পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা ও টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকারীদের ফাঁসির দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিভিন্ন ব্যানার ফেস্টুন সম্বলিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক
মাওলানা আব্দুল খালেকসহ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় অবিলম্বে সা’দ পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা ও টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকারীদের ফাঁসির দাবী জানান বক্তারা। পরে টঙ্গী ইজতেমা ময়দানে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
Leave a Reply