1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:08 pm

পদ্মা নদীর অঘোষিত রাজা ওসি আকিবুল ইসলাম! তাঁর প্রটোকালেই চলে গভীর রাতে পদ্মায় বালু উত্তোলন, প্রশাসন অসহায়

  • প্রকাশিত সময় Wednesday, January 8, 2025
  • 256 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ প্রতিদিন নদীর টাটকা মাছ, নিষিদ্ধ সময়েও তিন বেলায় ইলিশ মাছ দিয়ে খাবার, আপ্যায়ন, দুরের আত্মীয় স্বজনদের জন্য রিটা, রুই,ি ইলিশ, তেলতেলে ট্যাঙ্গড়াসহ পাঁচ মিশালী মাছ পাঠিয়ে তার সম্পর্কের উন্নয়ন এবং প্রভাবশালী রাজনীতিবিদ, নিজের উর্দ্ধতন কর্মকর্তারওতো আছেন তালিকায়। সাথে যুক্ত রয়েছে নগদ টাকার প্যাকেটও। এমন অভিজাত্যপুর্ণ জীবন-যাপনে পদ্মার অঘোষিত রাজা সেজে বসেছেন তিন জেলার অধিন নৌপুলিশ লক্ষিকুন্ডা থানার ওসি আকিবুল ইসলাম। এমন তথ্যই জানা গেছে নির্ভরযোগ্য সুত্রে।
জানা যায়, কুষ্টিয়া জেলার ২১টি বালু মহালের মধ্যে বেশ কয়েকটি বালু মহালে বালু উত্তোলন, খুটি গাড়ি ও ভাসান বন্ধ রয়েছে। কিন্তু ওসি আকিবুল ইসলাম ও তার টিমের প্রত্যক্ষ সহযোগীতায় রাতের আঁধারে স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহল ভেড়ামারা বার মাইলসহ বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ পয়েন্টে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। সুত্রটি জানায়, ওই সকল বালু মহালে প্রশাসনের আসার আগেই ওসি আকিবুল ইসলামের সহযোগীতায় খবর চলে যায় অবৈধ বালু উত্তোলনকারীদের কাছে তারা দ্রুত ট্রলার যোগে গহীন নদীতে পালিয়ে যায় প্রশাসনের নাগালের বাইরে। অপর একটি সুত্র জানিয়েছে, ওসি আকিবুল ইসলামের সহযোগীতায় শুধু অবৈধ বালু উত্তোলনই চলে না, নদী পথে মাদক, অস্ত্রসহ নানা অপকর্মের হোতারও সক্রিয়। বছরখানিক আগে পদ্মায় অবৈধ বালু উত্তোলনের খবর সংগ্রহে গেলে এন, টিভি, চ্যানেল টুয়েন্টিফোরসহ বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ চ্যানেলের রিপোর্টারদের উপর হামলা চালায় অবৈধ বালু উত্তোলনকারীদের একটি চক্র। সে হামলার মামালও বেশি দিনে চলেনি ওই ওসি আকিবুল ইসলামের কারণে। তিনিই তদন্তকারী কর্মকর্তা ও তিনিই ওসি হওয়াতে নদীতে যত হামলা, মামলা সব চলে যায় জলে। আলোচিত সাংবাদিক রুবেল হত্যাকান্ডের সাথে নদীর সম্পকৃত্ততা থাকায় কয়েক দফায় নৌপুলিশের সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। দেরিতে চার্জশিট প্রদান, চার্জশিট থেকে প্রকৃত আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন জমাসহ নানা কারণেই আলোচিত সাংবাদিক রুবেল হত্যাকান্ড ধামাচাপা পড়ে যায়। অপর একটি সুত্র জানিয়েছে,ওসি আকিবুল ইসলাম দীর্ঘদিন এ রুটে থাকায় পাবনা, নাটোর, কুষ্টিয়া অঞ্চলে পদ্মা নদীর সকল রুট তার নখদর্পণে। এর ফলে যে যেভাবেই বালু মহালের ইজারা, খুটি গাড়ি ও ভাসান ইজারা নিয়ে থাক না কেন। ওসি আকিবুল ইসলামের সাথে আঁতাত না করে তিনি একদিনের জন্যেও ব্যবসা করতে পারবেন না। বেলা শেষে ওসি আকিবুল ইসলামের কাছেই আসতেই হয়। এভাবেই দিনের পর দিন অবৈধ বালু উত্তোলনকারীদের রাতে পুলিশের পাহারায় বালু উত্তোলন হওয়ায় একদিকে সরকার রাজশ^ হারাচ্ছে অন্যদিকে নদী পথে সংঘাত বেড়েই চলেছে। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, ওসি আকিবুল ইসলামের কারণে মাঝে মধ্যেই ভেড়ামারা বার মাইল, শিলাইদহ ঘাটে প্রকতৃ ইজারাদারা অস্ত্রধারীদের রোষানলে পড়ে। পদ্মা নদীর অঘোষিত রাজা ওসি আকিবুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। এ ব্যাপারে ওসি আকিবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, এ সব কিছুই মিথ্যা, সঠিক নয়। নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আগামীতেও চলবে। কোন প্রকার ইজারাবিহীন ব্যক্তিদের বালু উত্তোলনে সহযোগীতা করার প্রশ্নই উঠে না। আমাদের লোকবল অনুযায়ী তিনটি জেলার মধ্যে বহমান পদ্মা নদীতে সাধ্য অনুযায়ী অভিযান অব্যাহত রাখার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640