খুব শিঘ্রই খাদ্য ঘাটতিতে পড়বে জেলা
কাগজ প্রতিবেদক ॥ সবাই জানি ধূমপান করলে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। জীবন ঝুঁকির তোয়াক্কা না করে কুষ্টিয়ার ছয় উপজেলায় আবাদি জমির ওপর অবাধে চলছে তামাকের চাষ। এ ছাড়া তামাক চাষে ফসলি জমির উর্ব্বরাশক্তি নষ্ট হচ্ছে। জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারে জীববৈচিত্র্যে প্রভাব পড়ছে। প্রতিবছর কুষ্টিয়া জেলায় তামাকের চাষ বেড়ে ফসলের জমিগুলো দখল করছে বলে দাবি কৃষি সম্প্রসারণ বিভাগের। তথ্য সূত্রে জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে কুষ্টিয়া জেলার ছয় উপজেলার সদরে ১২ হেক্টর, খোকসাতে ৫হেক্টর, কুমারখালি ২হেক্টর, মিরপুরে ৬হাজার ৮শত ৫১হেক্টর, ভেড়ামারায় ৮শত ৩০ হেক্টর ও দৌলতপুরে ৩হাজার ৬শত ৮৫ হেক্টর। ছয় উপজেলাতে ১১হাজার ৩শত ৮৫ হেক্টর আবাদি জমিতে তামাক চাষ করা হচ্ছে।
এদিকে চলতি বছর সহ গত ৫বছরের তথ্যে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছর থেকে চলতি ২০২৪-২৫ অর্থ বছরে সদর উপজেলা, কুমারখালি ও খোকসা এই তিন উপজেলাতে ১৬৪ হেক্টর তামাক চাষ করা হয়েছে। অন্য দিকে মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে চলতি বছর সহ গত ৫বছরে একই সময়ে ৬৫হাজার ৭শত ৬০ হেক্টর আবাদি জমি ব্যবহার করে তামাক চাষ হয়েছে। আবার অনেক জায়গায় আবাদি জমিতে তামাকের চারা রোপণ করা হয়ে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর তামাকের পাতা গজিয়ে সবুজ হয়েছে মাঠ। এসব অঞ্চলে তামাকের গন্ধে তাৎক্ষণিকভাবে রোগ দেখা না দিলেও পরে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে বিশেষজ্ঞরা জানান। এতে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এবিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ জানান, তামাক চাষের ব্যাপারে নির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে জেলার তামাক চাষি ও তামাক কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর প্রায় ১০ হাজার ৫০০ হেক্টরের বেশি রবি ফসলের জমিতে তামাক চাষ হয়। কিন্তু তামাক চাষের প্রভাবে ধানী জমির পরিমাণ কমে যাচ্ছে। একটি গবেষণায় জানা গেছে, তামাক চাষ বন্ধ না হলে রবি ফসল চাষের পরিমাণ কমতে থাকবে। এতে করে শিশুকিশোররাও এখন প্রতি দশ জনে একজন ধূমপায়ী। শুধু ধূমপানই নয়, এরা নানা রকমের নেশাও করে এবং ধূমপানের মাধ্যমেই যেকোন নেশা শুরু হয়। এতে যেমন তাদের দেহের ক্ষতি হচ্ছে, তেমনই পরিবেশের অন্য মানুষের দেহেরও ক্ষতি হচ্ছে। তামাক এমন একটি ক্ষতিকর উপাদান যেটা শুধু মানুষের শরীরের ক্ষতি করে না, বরং পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে।
Leave a Reply