কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীথ বস্ত্র বিতরণ করেছেন কুষ্টিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী মিলন। গতকাল রাতে আড়–য়াপাড়া বজলুর মোড়ে প্রায় দুই শতাধিক নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বাড়ী বাড়ী গিয়ে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আমরা শুধু সরকারের উপর সব কিছু নির্ভর করে থাকি। কিন্তু আমাদের প্রত্যোকের উচিত অসহায়, দুস্থ্য মানুষের পুর্ণবাসনের জন্য, তাদের সহয়তার জন্য সরকারের একারই দায়িত্ব নয়। সমাজের বিত্তবান, স্বচ্ছল ব্যক্তিরা এ সব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। তবেই সকল শ্রেনীর মানুষের উপকার হবে। তিনি বলেন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন এ দেশের সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো। এবং তাদের দুঃখ কষ্টের সাথী হওয়া। এ সময় তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় শহর যুবদলের যগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নয়ন, বিএনপি নেতা কামাল আল মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। প্রায় ৩ শতাধিক নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply