কাগজ প্রতিবেদক ॥ এলাকার নিরাপত্তা, সড়ক পরিস্কার-পরিচ্ছনতা, সড়ক বাতি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডকে রোধ করার পরিকল্পনা নিয়ে কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কে ‘ বিবর্তন’ ওয়েলফেয়ার সোসাইটির যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নতুন বছরকে বরণসহ এক আনন্দ র্যালীর মধ্যদিয়ে যাত্রা শুরু হয়। কমিটির সভাপতি বদিউজ্জামান কোরাইশীর নেতৃত্বে র্যালীটি পুলিশ লাইনের সামনে থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোরাইশীর বাড়িতে এসে শেষ হয়। এ সময় সোসাইটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি এহসানুল হক, আলম হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাইদুর রহমান ওরফে লিটন মালিথা, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ প্রফেসর মুর্তজা হোসেন, প্রধান হিসাব রক্ষক মহিতুল ইসলাম, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আহসান হাবিব, সহকারী প্রচার সম্পাদক মহিদুল ইসলাম টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু হানিফ মাষ্টার, ধর্ম সম্পাদক লতিফুর রহমান, সহকারী ধর্ম সম্পাদক রবিউল ইসলাম, সম্মানিত সদস্য নজরুল ইসলাম, এ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী দিনে কয়েকজন শ্রমিকের মাধ্যমে এলাকার রাস্তার উপর জমে থাকা আবর্জনা, বালি অপসারণ করা হয়।
Leave a Reply