ক্যামেরার ক্লিকে অভিনেতা এতটাই মশগুল ছিলেন যে, বিমানবন্দরে গেটে প্রবেশের নিরাপত্তাবিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে গোটা কাণ্ড দেখে বিরক্তিতে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা এক সিআইএসএফ বা ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ান।
তারপর শোনা যায় ওই জওয়ান শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সালমানকে আটকের জন্য। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর পাওয়া যায়।
তবে ভারতীয় গণমাধ্যম আজ ২৫ আগস্ট দাবি করছে, শাস্তি নয়, পুরস্কৃত করা হয়েছে সোমনাথকে।
নিয়ম ভাঙা অপরাধী সুপারস্টার সালমান খান বলে তাকে ছাড় দেননি সোমনাথ। ধমক দিয়েছিলেন বলিউডের ‘দাবাং’ খানকে। এই সাহসিতা ও সৎভাবে নিজের কর্তব্যপালন করার জন্য পুরস্কৃত করা হল সিআইএসএফ জওয়ান সোমনাথকে।
Leave a Reply