মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা যুবদলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক এমদাদের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মালেকুল ইসলাম, ওহিদুল ইসলাম, লাভলু মন্ডল, আবু জার গিফারী ডালিম, গোলাম মোস্তফা, চানিক মেম্বার, যুবনেতা শাহীন মাষ্টার, শাহীনুল ইসলাম মেম্বার, আনারুল মেম্বার, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল হাফিজ, ডা: মকলেছুর রহমান, নান্টু, বাবলু, মোজাম্মেল হক, নাজিম আলী, মাসুদ রানা, সুজন ডাক্তার, খোকন, সুজন আলী প্রমুখ। বর্ধিত সভায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে বর্ধিত সভার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ধিত সভা শেষে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়া উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply