1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:52 pm

‘বৈষম্যহীন বাংলাদেশ’র আশা জাগিয়ে ডুবে গেলো ২০২৪ সালের শেষ সূর্য

  • প্রকাশিত সময় Tuesday, December 31, 2024
  • 83 বার পড়া হয়েছে

 

ঢাকা অফিস ॥ শীতের হিমেল হওয়ায় চারপাশ কুয়াশাচ্ছন্ন। সময় তখন ৫টা ১৭মিনিট। ঢেউয়ের মিষ্টি গর্জনের মাঝে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে ২০২৪ সালের শেষ সূর্য। ‘বৈষম্যহীন বাংলাদেশ’ গঠনের স্বপ্ন জাগিয়ে কালের গহ্বরে হারিয়ে গেলো ২০২৪ সাল। নানা ঘটন আর অঘটনকে চাপিয়ে অনেক প্রাপ্তি, হতাশা, ক্লান্তিতে শেষ হল আরও একটি বছর। নানা কারণে এবারও থার্টি ফার্স্ট নাইটের উন্মুক্ত আয়োজন বন্ধ। এরপরও কক্সবাজারে উল্লেখ করার মতো পর্যটক উপস্থিতি রয়েছে। বছরের শেষ সূর্য ডোবা দেখতে সৈকতে হাজির হন প্রকৃতি সচেতন স্থানীয় আবাল-বৃদ্ধ-বণিতা।কনকনে শীতল আবহাওয়া থাকলেও বর্ষ বিদায়ের শেষ দিনে সূর্য লাল আভা ছাড়িয়ে বিদায় নিয়েছে। বুধবারের সূর্যোদয়ের মধ্যদিয়ে পথচলা শুরু হবে ২০২৫ খ্রিষ্টাব্দের। ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতার হিসাব পেছনে ফেলে পরিচ্ছন্ন আগামীর প্রত্যাশায় ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে সবাই। উন্মুক্ত কোনো আয়োজন না থাকলেও নিজেদের মতো করে নতুন বছরকে বরণ করেছে সব শ্রেণী-পেশার মানুষ।রাষ্ট্রীয় নির্দেশনায় উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্টের সব ধরণের আয়োজন বন্ধ। তবে, অতীতের মতো তারকা হোটেলগুলো স্ব-উদ্যোগে অভ্যন্তরীণ আয়োজন করছে। হোটেলে অবস্থান করা অতিথিদের জন্য নির্দিষ্ট রয়েছে আয়োজন। কিন্তু বহিরাগতদের জন্য সাশ্রয়ী দামে গালা ডিনারের আয়োজন রেখেছে তারকা হোটেল ওশান প্যারাডাইস লিমিটেড। আর প্যাকেজে আসা অতিথিদের জন্য ডিজে, ব্যান্ড ও মেলোডি সংয়ের আয়োজন রাখা হয়েছে। একই ধরনের আয়োজন রেখেছে মারমেইড বিচ রিসোর্ট, হোটেল রামাদা, সায়মন বিচ রিসোর্ট, সি পার্ল হোটেল এন্ড স্পা, বেস্ট ওয়েস্টার্ন এবং দ্য কক্স-টু-ডে।

কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, বছরের শেষ সময় হিসেবে পর্যটকরা ঘুরতে কক্সবাজারকেই প্রাধান্যে রাখে। আর কক্সবাজার আসা পর্যটকদের ৭০-৭৫ শতাংশ এক থেকে দুদিনের ট্যুরে সেন্টমার্টিন যান। এ বছর সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিত। এরপরও ইংরেজি নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাতে লাখো পর্যটকের মিলন ঘটেছে কক্সবাজারে। প্রায় হোটেলে ৮০-৮৫ শতাংশ বুকিং আগাম ছিল। এ ধারাবাহিকতা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে বলে আশা করা যায়।

এ দিকে, বাড়তি পর্যটক মাথায় রেখে সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

হোয়াইট অর্কিড হোটেলের মহাব্যবস্থাপক রিয়াদ ইফতেখার বলেন, দেড় দশক ধরে বছরের শেষ দিন সারাদেশ থেকে লোকজন কক্সবাজারে ছুটে আসছেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। অনুষ্ঠান না থাকলেও বিগত সময়ের মতো থার্টি ফার্স্ট উদযাপনে সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। যোগ দিয়েছে স্থানীয়রাও।

মঙ্গলবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, পর্যটকদের পাশাপাশি স্থানীয় বিপুল দর্শনার্থী বেলাভূমিতে। শীতের মাঝেও অনেকে সমুদ্রে গোসল করছিলেন। অধিকাংশই বালুচরে দাঁড়িয়ে সাগরের গর্জন আর সূর্যাস্ত উপভোগ করছেন।

চাকুরীর সুবাদে কক্সবাজারে অবস্থান করায় বছরের শেষ সূর্যাস্তের সময় স্ত্রী-সন্তান নিয়ে বেলাভূমিতে এসে সাক্ষী হন ২০২৪ সালের বিদায়ী সূর্যাস্তের- যা খুবই উপভোগ্য বলে উল্লেখ করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজারে থার্টি ফাস্ট নাইটে সৈকতে উন্মুক্ত অনুষ্ঠান বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। সবাই মিলে নিরাপত্তা নিশ্চিত করে থার্টি ফার্স্টের অনুষ্ঠান করা গেলে পর্যটনের বিভিন্ন সেক্টরে কয়েকশ কোটি টাকা বাণিজ্য হতো।

টুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত মতে কক্সবাজারের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের কোথাও আতশবাজি, ফটকা ফোটানোসহ গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ব্যান্ডসংগীতের আয়োজন নিষিদ্ধ। তবে স্বাভাবিক অবস্থায় বালুচরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করা যাবে। বিধিনিষেধ পালনে টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. তানভীর হোসেন বলেন, থার্টি ফার্স্টে দেশের বৃহৎ মিলন মেলা বসে কক্সবাজার সৈকতে। উন্মুক্ত অনুষ্ঠান না থাকলেও নতুন বছর বরণ ও বিদায়ে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, হোটেল-মোটেল, গেস্ট হাউস আলোকিত করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, অনুষ্ঠান না থাকলেও পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640