মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার কে ছাত্র জনতা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল রবিবার আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তকালে উপস্থিত হলে ছাত্রজনতা আটকে রেখে তাকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে ২০২৩ সালের বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলার আসামি হিসেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার ঘটনা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে গতকাল আদালতে প্রেরণ করা হয়। গত ৪ আগস্ট আলমডাঙ্গা এ টিম মাঠে বৈষম্যবিরোধী ছাত্ররা উপস্থিত হলে ইয়াকুব আলীর নেতৃত্বে তাদের ওপর পৈশাচিক হামলা চালানো হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। গত ৫ আগস্ট থেকে তিনি তার বিদ্যালয় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হককে প্রধান করে বাকী দুজন অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি ও হাটবোয়ালিয়ার মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ইয়াকুব আলী মাস্টার তদন্ত কমিটির সামনে উপস্থিত হন। একপর্যায়ে হাটবোয়ালিয়া এলাকা থেকে বহু মানুষ ইয়াকুব আলীর বিচারের দাবিতে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে চড়াও হন। আলমডাঙ্গার ছাত্র জনতাও উপস্থিত হয়। এক পর্যায়ে ইয়াকুব আলীকে শিক্ষা অফিসের রুমে আটকে রাখা হয়। পরে পুলিশ উপস্থিত হলে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ তাকে ২০২৩ সালে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় গ্রেফতার করেছে। গতকাল সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply