1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:59 pm

কুমারখালী উপজেলার এসি ল্যান্ডের বিদায়

  • প্রকাশিত সময় Sunday, December 29, 2024
  • 116 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ৩৯৭ মামলায় ৪’শ জনকে ৩৪ লাখ টাকা জরিমানা ও ৭৯ জনকে কারাদণ্ড দেওয়া এসিল্যান্ডের বিদায়। সকল প্রকার রাজনৈতিক কু-প্রভাবকে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে প্রায় দুই বছর ২০ দিনের কর্মজীবন শেষে গতকাল রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে বিদায় নিলেন সহকারী কমিশনার মো: আমিরুল আরাফাত। তিনি কর্মরত থাকাকালে নানাবিধ অপরাধমুলক কর্মকান্ডের দায়ে ৩৯৭ টি মামলায় ৪’শ জনকে ৩৪ লাখ টাকা জনিমানা ও ৭৯ জনকে কারাদণ্ড দেন। উপজেলা ভুমি অফিসকে অনিয়ম, দুর্নীতি, ঘুষ ও হয়রানি মুক্ত এবং জবাবদিহি মূলক কার্যালয় হিসেবে গড়ে তুলেছেন। অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা, বাল্য বিবাহ নিরোধ, মাদকসহ বিভিন্ন বিষয়ে তিনি অন্তত ৩৯৭ টি অভিযান চালিয়েছেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪০০ জনের কাছ থেকে মোট ৩৪ লাখ ৭৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ৭৯ জনকে। সরকারি চাকুরিতে বদলির নিয়ম অনুযায়ী আজ রোববার কুমারখালী তাঁর শেষ কর্মদিন। পরবর্তী স্টেশন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। তিনি ২০২২ সালের ৮ ডিসেম্বর কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে যোগদান করেন। মো. আমিরুল আরাফাত নড়াইল জেলার সদর থানার বিশিষ্ট ব্যবসায়ী মৃত সামছুর রহমানের তিন সন্তানের মধ্যে সবার ছোট। তাঁর বড় বোন গৃহিণী এবং বড় ভাই পেশায় একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার ডিগ্রী শেষ করে ২০১৯ সালে ৩৭ তম বিসিএস এ প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন।
জানা গেছে, কুমারখালী উপজেলা ভূমি অফিসে আগে গ্রাহক হয়রানি ছিল নিত্যদিনের চিত্র। ঘুষ ও দালালের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠত সেবাপ্রত্যাশীদের। উপজেলা ভূমি অফিসে আগের সেই চিত্র এখন পাল্টেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের নানা উদ্যোগে ঘুষ ও দালালের বিড়ম্বনা ছাড়া সহজেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন গ্রহীতারা। তিনি যোগ দেওয়ার পরে জমি ক্রয়, নামজারি আবেদন, মুসলিম ও হিন্দু উত্তরাধিকার বিষয়ে ৪৫টি গুরুত্বপূর্ণ নিয়ম সংবলিত দিনপঞ্জিকা বিতরণ, সেবার জন্য সরকার নির্ধারিত ফি ও বিভিন্ন নির্দেশনা লেখা সাইনবোর্ড টাঙানো ও লিফলেট বিতরণ, হেল্পডেস্ক নির্মাণ করেছেন। এ ছাড়া শুনানিতে অভিযোগকারী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ও সেবাপ্রত্যাশীদের জন্য কার্যালয়ের বাইরে বসার স্থান ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ লেনদেনমুক্ত করতে ইউনিয়ন কার্যালয়ে নামজারিসহ বিভিন্ন আবেদন বন্ধ করা হয়েছে। এ ছাড়া যে কোনো সেবার জন্য এসিল্যান্ডের কক্ষে প্রবেশ করতে অনুমতিরও প্রয়োজন ছিলনা। এদিকে সরকারি এই কর্মকর্তার বদলির খবরে উপজেলার নানা শ্রেণি পেশার হাজারো মানুষ শেষবারের মতো সৌজন্য সাক্ষাত করতে ছুটে এসেছেন। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ভূমি কার্যালয়ে এমন চিত্র দেখা যায়। এসময় কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম হোসেন বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন আমিরুল আরাফাতের নিরলস প্রচেষ্টায় ভূমি কার্যালয় এখন দালাল, ঘুষ ও হয়রানিমুক্ত। তাঁর সেবায় তুষ্ট সর্বসাধারণ। তওনি আরো বলেন, দীর্ঘ জীবনে অনেক এ্যাসিল্যান্ডকে দেখিছি। তবে আমিরুল আরাফাতের মতো এতো ভাল সরকারি কর্মকর্তা দেখিনি। বিদায়ের খবরে বাগুলাট ইউনিয়ন থেকে ছুটে এসেছেন শারীরিক প্রতিবন্ধী সবুজ হোসেন। তিনি বলেন, স্যার খুব মানুষ। সবাই স্যারকে পছন্দ করেন। আলাপকালে সুলতানা পারভীন নামে এক সেবাগ্রহীতা বলেন, ভূমি অফিসে আমি এর আগে জমির নামজারি করতে এসে নানা বিড়ম্বনার মুখে পড়েছি। তখন নামজারি না করেই ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। এখন আগের মতো বিড়ম্বনা নেই। মানুষকে সেবা করার জন্য প্রশাসন ক্যাডারে চাকুরি করার স্বপ্ন ছিল বলে জানান আমিরুল আরাফাত। তিনি বলেন, আমার চোখে সবচেয়ে আদরশবান ব্যক্তি ছিলেন বাবা। বাবার আদর্শ বুকে ধারণ করেই তিনি সবকিছুকে উপেক্ষা করে দায়িত্বপালনকালে অন্যায়ের সাথে যথাসম্ভব আপোষহীন থেকে নির্মোহভাবে দায়িত্বপালনের চেষ্টা করেছি। সর্বোচ্চ প্রয়াস চালিয়েছি ভূমি অফিসকে অধিকতর জনবান্ধব, সেবামূলক ও জবাবদিহিমূলক কার্যালয়ে পরিণত করার। পিছিয়ে পড়া, দরিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের ব্রত নিয়ে কাজ করেছি। এসিল্যান্ডের বিদায়ে সকলেই ব্যথিত ও মর্মাহত বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640