কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, পড়াশোনার জন্য সন্তানকে তার সাধ্যের অতিরিক্ত চাপ দেয়া যাবে না। সন্তান যদি একটু খারাপ রেজাল্ট করে তাহলে হতাশ হওয়া যাবে না, তাকে বকা দেয়া যাবে না, তাকে খারাপ বলা যাবে না। সন্তান যেন লেখাপড়ায় নিয়মিত হয়, অভিভাবককে অন্তত সেই পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদেরকে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার উপদেশ দেন ভাইস চ্যান্সেলর। গতকাল রবিবার দুপুরে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. গোলাম মাওলা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মোহাঃ আমিরুল ইসলাম, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল।
Leave a Reply