দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সপ্তাহখানেক আগে থেকেই দৌলতপুর উপজেলা বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ। শুরুতে দাম কম থাকায় কয়েক দফায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন চাষিরা। তারপরই গত তিনদিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এ সময় পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে। পরে প্রতিদিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়ে । রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারাগুনিয়া বড? পাইকারি বাজারে সরজমিনে গিয়ে দেখি চাষিদের কাছে থেকে প্রতি কেজি পেঁয়াজ ৪৩ টাকা থেকে ৪৬ টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে । বাজারের পাইকারি ব্যবসায়ী দের কাছে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে তারা বলেন, ২৫ তারিখের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফায়। আজ আমরা ৪৬ টাকা দরে চাষিদের পেঁয়াজ কিনেছি। তবে আমদানির ওপর নির্ভর করবে বাজার দর। তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও দুশ্চিন্তা কাটেনি চাষিদের। তারা বলছেন, আর কিছুটা দাম বেড়ে বাজার দর স্থিতিশীল হলে ভালো হয়। দর উঠানামা করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। পেঁয়াজ চাষিরা বলেন, বর্তমান যা বাজার; এই দামে পেঁয়াজ বিক্রি করলে শুধু খরচ তোলা সম্ভব। তবে কোনো লাভ হবে না। র্চাষিরা বলেন, এবার বিঘাপ্রতি ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পেঁয়াজ চাষে ভালো দাম না পেলে আমরা ক্ষতির মুখে পড়ব। দৌলতপুর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, এবার উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মুড়িকাটা পেঁয়াজ।
Leave a Reply