কাগজ প্রতিবেদক ॥ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন কুমারখালী উপজেলা গড়ে তোলার লক্ষ্যে “ক্লিন কুমারখালী- গ্রীন কুমারখালী” নামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কুমারখালী পৌর সভার ৪ বারের নির্বাচিত মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক এই সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন। আর কার্যক্রম পরিচালনার নেতৃত্বে রয়েছেন, উপজেলা যুবদল আহবায়ক এ্যাড. জাকারিয়া আনছার মিলন প্রামাণিক। গতকাল শনিবার সকালে এই সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন করা হয়। প্রায় শতাধিক কর্মী সমর্থক এই পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করে। “ক্লি কুমারখালী- গ্রীন কুমারখালী” সামাজিক স্বেচ্ছাসেবী এই সংগঠনের কর্মীরা হাসপাতাল চত্বর সহ আনাচে-কানাচে জমে থাকা দীর্ঘদিনের নোংরা আবর্জনা পরিষ্কার সহ বৃক্ষরোপণ করেন। নতুন এই সামাজিক সংগঠনের কার্যক্রম পরিচালনার বিষয়ে এ্যাড. জাকারিয়া আনছার মিলন জানান, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রোকৌশলী জাকির সরকারের নেতৃত্বে “ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়া” নামে সামাজিক সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমারখালীতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৪ বারের নির্বাচিত পৌর সভার সাবেক মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিকের নেতৃত্বে আমরাও “ক্লিন কুমারখালী- গ্রীন কুমারখালী” নামে সামাজিক সংগঠনের কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন, সর্বস্তরের জনগণের সহযোগিতায় এই সামাজিক সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ শহরে পরিণত করতে সক্ষম হবো। তিনি সুষ্ঠুভাবে এ সামাজিক সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকলে সহযোগিতা ও দোয়া কামনা করেন। “ক্লিন কুমারখালী- গ্রীন কুমারখালী” সামাজিক সংগঠনের কার্যক্রম বিষয়ে শহরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, সবকিছুই সরকারি কিংবা সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে পাবো, এমন প্রত্যাশার জায়গা পরিবর্তন করতে হবে। এই সামাজিক সংগঠন প্রত্যেক নাগরিককে সচেতন, দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেবে বলে প্রত্যাশা করছি।
পৌর সভার কর্মী ফিরোজুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর ও সচেতন নাগরিক তৈরীতে সেবাদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ভুমিকা গুরুত্বপূর্ণ।
Leave a Reply