1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:46 pm

কুষ্টিয়া কুমারখালীর মেয়েদের তৈরি পরচুলা রপ্তানি হচ্ছে দেশের বাইরে, পারিশ্রমিকে অসন্তোষে কারিগররা

  • প্রকাশিত সময় Wednesday, December 25, 2024
  • 115 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ যান্ত্রিক এই যুগে পুরুষ অথবা মহিলাদের চুল নিয়ে পড়তে হয় নানান রকম বিড়ম্বনায়, নিজেদের স্মার্ট করতে ও সৌন্দর্য বর্ধনে ঝলমলে মাথা ভর্তি চুলের বিকল্প নেই। তাই সৌন্দর্য বর্ধনে পুরুষ এবং মহিলারা নিয়মিত চুল পরিচর্যার পাশাপাশি যাদের মাথায় চুল কম বা মাথা ফাকা হয়ে গিয়েছে তারা ঝুকে পড়ছে পরচুলা বা নকল চুলের দিকে। যার কারনে বর্তমানে দেশে এবং বিদেশে পরচুলার চাহিদা লক্ষণীয়। তাই নারীদের আঁচড়ানোর পর ঝরে পড়া চুল অথবা সেলুনের কাটা চুলও এখন মুল্যবান বস্তুতে পরিণত হয়েছে। কিছু হকার বাড়ি বাড়ি গিয়ে এবং সেলুনে ঘুরে এসব চুল টাকার বিনিময়ে সংগ্রহ করেন। ফেলনা এই চুলের দাম একেবারে কমও নয়। পরচুলা তৈরির এটিই প্রাথমিক কাঁচামাল। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামে প্রায় ৫ শতাধিক নারী কর্মী পরচুলা তৈরিতে কাজ করে যাচ্ছেন। বছর দুয়েক আগে এই গ্রামে পরচুলা তৈরির কাজ শুরু করে স্থানীয় কিছু নারী কর্মী, তারপর থেকেই কর্মী বাড়তে বাড়তে প্রায় ৫ শতাধিক নারী এই কাজের সাথে যুক্ত হয়। সম্ভাবনাময় এই শিল্প শুরুর দিকে গ্রামের মেয়েদেরকে স্বাবলম্বীর পাশাপাশি কর্মদক্ষ করে তোলে। পড়াশোনার পাশাপাশি ছাত্রীরাও এই কাজ করে নিজেদের পড়াশোনার খরচ যোগান দেয়, সংসারের কাজ সেরে গৃহকর্মীরা এই উপার্জনের অর্থ দিয়ে তাদের সংসারে অতিরিক্ত চাহিদাগুলো পূরণ করে থাকে, মেয়েরা নিজেরা এই কাজ করে স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে যাচ্ছেন গ্রামের এসকল মেয়েরা। পরচুলা তৈরিতে প্লাস্টিকের দামি মাথায় আটকানো হচ্ছে পলিমার কটনলেস নেট কাপড়, ফানেল সুই এর সাহায্যে ওই নেটে বসানো হচ্ছে সংগ্রহ করা পরিত্যাক্ত চুল। কটনলেস নেটে চুলের বুননের এই কাজকে বলে ভেন্টিলেটি। এরপর বিভিন্ন ধাপে তৈরি হয় বিক্রয় যোগ্য এই পরচুলা। নানা রং নানা ঢং এর এই পণ্যের ব্যবহারকারী দেশি-বিদেশি অভিজাত শ্রেণীর মানুষ। কুষ্টিয়ার এই পরচুলা দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বাইরে। ইউরোপে রপ্তানি হলেও চীন কোরিয়াতে চাহিদা রয়েছে কুষ্টিয়ার মেয়েদের তৈরিকৃত এই পরচুলা। গ্রামীন এই মেয়েরা দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করলেও বর্তমানে তাদের মজুরী নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। বছর দুয়েক আগে এই অঞ্চলে কাজের শুরুতে একটি পরচুলা ক্যাপের মজুরী ছিলো পাঁচশত টাকা, কমতে কমতে বর্তমানে সেই মজুরী দাঁড়িয়েছে দুইশত টাকায়। টানাহাতে একটি পরচুলা ক্যাপ তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লাগে।
সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মোছা: রজিনা আক্রার (১৮) একজন গৃহিণী, তিনি জানান তার স্বামী রায়হান পেশায় একজন ভ্যানচালক। স্বামীর রোজগারে কোন রকমে সংসারটা চলে, ছেলে মেয়ের পড়ার টাকা ও সংসারের টুকিটাকি বিষয় গুলো পরচুলা তৈরির টাকা দিয়ে যোগান দেয়, তিনি বলেন বছর দুইয়েক আগে যখন কাজ শুরু করি তখন একটা পরচুলা ক্যাপ তৈরি করে পাঁচশত টাকা পেতাম, এখন পায় দুইশত টাকা, পরিশ্রম অনুযায়ী দুইশত টাকা অনেক কম, তাই কাজের আগ্রহ হারিয়েছি, এর থেকে মেশিনে সেলাই করলে বেশি রোজগার হয়, সামনে মজুরী যদি না বাড়ায় কাজ বাদ দি দিবো।
একই গ্রামের আরেকজন দিপা (৩৫) একজন গৃহিণী, তার স্বামী হাসান খরির ব্যাবসা করে, তারও একই অভিযোগ তিনি জানান এখন দুইশত টাকা মজুরী দেয়, তারপরও বিল আটকিয়ে দেয়, সময়মতো বিল পরিশোধ করেনা, আগের তুলনায় গ্রামের অনেক মেয়ে কাজ বাদ দিয়ে দিয়েছে, ভালো কাজ পেলে আমিও এই কাজ বাদ দিয়ে দিবো।
মাছুরা (১১) পিতা মো: আলী, মাছ বিক্রেতা। মাছুরা চতুর্থ শ্রেণীর ছাত্রী, মাসুরা স্কুল শেষ করে এসে বিকেলে পরচুলা ক্যাপ তৈরি করে, মাছুরা বলেন আমার আম্মু আগে কাজ করতেন, মজুরী কমে যাওয়ায় আম্মু আর কাজ করেন না, আমি প্রতিদিন বিকেলে একটু একটু করে করি, ৭-৮ দিন লাগে আমার একটা কাজ শেষ করতে, ২০০ টাকা পেলে আমি আমার স্কুলে যাতায়াত ভাড়া ও খাতা কলম কিনতে পারি। শারমিন আক্তার (৩৫) বলেন আমি আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতাম বাড়িতে ছুটি এসে দেখি গ্রামের অনেক মেয়েরাই এই কাজ করে, তাতে ভালো রোজগার হয়, আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে পারচুলা তৈরীর কাজ শুরু করি, প্রথমদিকে ১২ থেকে ১৫ হাজার টাকা রোজগার করতাম, এখন ইনকাম একেবারেই কম, তারপরও নিরুপায় হয়ে গিয়েছি চাকরি ছেড়ে এসে, তাই ২০০ টাকা দিলেও কাজ করতে হয় পেটের দায়ে। সাওতা গ্রামের সকল পরচুলা নারী শ্রমিকরা দাবি করে বলেন, মজুরী আবার আগের মতো পাঁচশত টাকা করে দিলে সবাই কাজে ফিরবে এবং তারা ন্যায্য মজুরী পাবে। তারা এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন, তাহলে গ্রামের মেয়েরা সাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতেও তাদের ভূমিকা থাকবে বলে তারা জানান। তারা আরো বলেন এই চুল বিদেশে বিক্রি হয় অনেক দামে কিন্তু আমরা আমাদের ন্যায্য মজুরীটা পায় না। স্থানীয়রা জানিয়েছেন গ্রামের মেয়েরা একসময় এই কাজ করে মাসে ৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত রোজগার করেছে, এখন ৪ থেকে ৫ হাজার টাকার বেশি কাজ করতে পারেনা, তারা বলেন যদি পল্লী উন্নয়ন কর্মসংস্থান বা সরকার এই মজুরী সমস্যা সমাধানে সহযোগী হন তাহলে এ কাজের আরো প্রসার ঘটবে । এই শিল্পকে বাঁচাতে হলে শ্রমিকদের ন্যায্য মজুরির বিকল্প নেই, তা না হলে অচিরেই এই শিল্প হারিয়ে যাবে।
ওই গ্রামে কাজ সরবরাহকারী নারী উদ্যোক্তা পপি (৩২) বলেন ঝিনাইদহ থেকে কাজের কাচামাল সহ অর্ডার দিয়ে যায় পরচুলা ক্যাপের মহাজনেরা, তিনি বলেন যারা কাজ দেয় তারাই মজুরি কমিয়ে দিয়েছে, আমি মজুরীর ব্যাপারে কথা বললে তারা বলেন এখন দাম কম যাচ্ছে দাম বাড়লে মজুরি বাড়িয়ে দিব, কিন্তু তারা মজুরি বাড়ায় না।
স্থানীয় চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন গ্রামের মেয়েরা বিভিন্নভাবে উদ্যোক্তা এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন শুনেছি, কিন্তু পরচুলার মজুরী এতো কম দিচ্ছে তা জানতাম না, আমি সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারদেরকে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলব এবং ন্যায্য মজুরী পাওয়ার জন্য ইউ,এন,ও এবং ডিসি সাহেবের সাথে কথা বলবো।
কুষ্টিয়ার দি চেম্বার অব কমাসে সভাপতি আবু জাফর মোল্লা বলেন পরচুলা একটি সম্ভাবনাময় শিল্প এই শিল্পের মাধ্যমে গ্রামীণ মেয়েরা একদিকে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে দেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখছেন, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং গ্রামের মেয়েদের ন্যায্য মজুরী পেতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে কুষ্টিয়া চেম্বার অব কমার্স।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640