ক্রীড়া প্রতিবেদক ॥পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ব্যাটার আমির জাঙ্গো। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় তার। অভিষিক্ত ম্যাচে সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছিলেন জাঙ্গো।আগামী ১৬ জানুয়ারি থেকে করাচিতে এই টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এদিকে বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি আবারও দলে ফিরেছেন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি অনুপস্থিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং বিভাগে মোতি নেতৃত্বে আরও রয়েছেন কেভিন সিনক্লিয়ার ও জোমেল ওয়ারিকান।দুই ফাস্ট বোলার শামার জোসেফ ও আলজারি জোসেফের স্থলাভিষিক্ত হয়েছেন জোঙ্গি ও মোতি । এদের মধ্যে শামার পায়ের ইনজুরি ভুগছেন। যে কারনে এ মাসের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। অন্যদিকে আলজারি ব্যক্তিগত কারণে দল থেকে অব্যাহতি চেয়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এমনটাই নিশ্চিত করেছে।
২০২৩-২৫ চক্রের চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। ১৫ সদস্যের ক্যারিবীয় দল ২ জানুয়ারি দেশ ছাড়বে। ৬ জানুয়ারি তারা ইসলামাবাদে পৌঁছাবে। আগামী ১৬-২০ জানুয়ারি করাচিতে প্রথম ও ২৪-২৮ জানুয়ারি মুলতানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জসুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), এ্যালিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গোম মিকাইল লুইস, গুদাকেশ মোতি, এ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলেস, জোমেল ওয়ারিকান।
Leave a Reply