মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে ্। আলমডাঙ্গা বাসীর প্রানের প্রতিষ্ঠান আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরি। সমৃদ্ধ এই লাইব্রেরি এক সময় অত্র অঞ্চলের পাঠকদের তীর্থ স্হান ছিল।বই পড়া, পত্রিকার পাতায় পাঠকের মনযোগ, সাহিত্য আড্ডায় জমজমাট থাকতো লাইব্রেরি। ২০১৯ এর করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে লাইব্রেরি কার্যকর বন্ধ থাকে কিছুদিন। এর পরে লাইব্রেরির সামনের রাস্তা করার সময় লাইব্রেরি ভবনের অনেক অংশ নষ্ট হয়।পরবর্তীতে আর শুরু হয়নি লাইব্রেরির কার্যক্রম। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির যাত্রার শুরুতেই নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করে।ধারাবাহিক ভাবে লাইব্রেরি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় গতকাল লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম এর দপ্তরে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রতিনিধি দল ও লাইব্রেরির সদস্যগণ বৈঠক এ বসেন।বৈঠকে লাইব্রেরি কার্যক্রম শুরু বিষয়ে সীদ্ধান্ত হয় এবং এই কার্যক্রম এ নাগরিক উন্নয়ন কমিটি সর্বাত্মক সহযোগীর আশ্বাস প্রদান করে। বৈঠক শেষে উভয় সংগঠন এর প্রতিনিধিরা লাইব্রেরির বর্তমান অবস্হা সরজমিন এ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মো সিরাজুল ইসলাম, সহ সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সাহিত্য সম্পাদক প্রভাষক এ কে এম ফারুক। আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরি র সন্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক অধ্যাপক শহীদ আজাহার উদ্দিন, সাবেক এম পি মকবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোল্লা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,প্রবীন শিক্ষক আফিল উদ্দিন, শিক্ষক বাহারুল হাসান বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply