1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 7:01 pm

কুষ্টিয়াতে ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির সাথে শহর শিবিরের মতবিনিময় সভা

  • প্রকাশিত সময় Tuesday, December 24, 2024
  • 98 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করার পরের দিনই নবগঠিত কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার নেতৃবৃন্দ। কুষ্টিয়া শহর শিবিরের মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগের বিভাগীয় অফিসে আয়োজনটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা, সেক্রেটারি সাকিবুল হাসান, মিডিয়া ও প্রচার সম্পাদক সাব্বির হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক বিল্পব হোসেন বিপুল,দপ্তর সম্পাদক সাকিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হাসান ইমন,সাংগাঠনিক সম্পাদক মুরসালিন আলম রাফিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কুষ্টিয়া শহর শিবিরের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে নববর্ষের প্রকাশনা উপহার হিসেবে ক্যালেন্ডার ও ডাইরি প্রদান করার পাশাপাশি নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা বলেন, “ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদ শুধু ছাত্রদের নিয়ে কাজ করে। তাই ছাত্রদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমারা একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই।” অন্য দিকে ছাত্রঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাজিজুল ইসলাম বলেন, “আমরা যে ভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি ঠিক একই ভাবে আমরা ছাত্র ও রাষ্ট্রের উভয় সংকট এবং যেকোনো ধরনের বৈরী পরিবেশ একযোগে মোকাবেলা করবো।” উল্লেখ্য গত ২২ ডিসেম্বর রবিবার মোঃ রাজিজুল ইসলাম কে সভাপতি ও বিপ্লব হোসাইন কে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640