বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা বনভোজনের আয়োজন করা হয়েছিল। এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের মিলন মেলাকে প্রানবন্ত করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক (এসএসসি ৮৮ ব্যাচের বন্ধু) শরিফুজ্জামান শরিফ। আলমডাঙ্গা সরকারি স্কুল প্রাঙ্গণে সারাদিন আনন্দ মুখরিত করেছে এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ৮৮ বন্ধু ব্যাচের সভাপতি মিজানুর রহমান মিজান,উপদেষ্টা নাশির উদ্দিন এটম, আনিস মাষ্টার,প্রফেসর মজিবুর,প্রফেসর শরিয়তুল্লা,আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বশিরুল আলম, বণিক সমিতি কোষাধ্যক্ষ আলাউদ্দিন, শামিম রেজা, ফারুক হোসেন, শিলন, নাসিম,আনোয়ার হোসেন, লাবলু, আলতাফ হোসেন,খলিলুর রহমান, ইউনুচ আলি, মিজানুর রহমান মিন্টু, তুফান, কলিমউদ্দিন,মিঠু, ষষ্ঠী প্রমুখ।মিলন মেলায় শরীফুজ্জামান শরিফ বলেন এই বন্ধু মেলায় আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি,দল মত নির্বেশেষে সবাই একত্রিত হয়ে ভাল লাগছে। প্রতি বছর যেন এভাবেই মিলন মেলার আয়োজন করা হয় তার জন্য সবাই উদ্যোগী হতে হবে। দুস্থ বন্ধুদের পাশে দাঁড়িয়ে হাত ধরে তুলে নিতে হবে।
Leave a Reply