কাগজ প্রতিবেদক ॥ গোপন সূত্রে জানতে পারে যে, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল বিকালে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন বৃত্তিপাড়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানার মাদক মামলার জিআর নং-৮০/১৯, এর ০৩ বছর সশ্রম কারাদন্ড ও ২,০০০/-টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০২ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাসুদ বিশ্বাস (৪২) পিতা-নুরুল আমিন বিশ্বাস, সাং-সোনাইডাংঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply