কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি-বাঁশগ্রাম সড়কের পাশ থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অভিযোগে মামলাটি করেন। মামলায় করাতকল মালিক নাসির শেখকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ -২০ জনকে। তবে মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে অন্যান্য আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ও মামলার বাদী।
নাসির শেখ উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুসলিবাসা গ্রামের মৃত মনোব্বর শেখের ছেলে। দৈনিক ভোরের কাগজ সহ বিভিন্ন পত্রিকায় ‘ রাতের আঁধারে কেটে নেওয়া হলো অর্ধশতাধিক গাছ, জানে না কুমারখালীর প্রশাসন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। স্থানীয়রা জানায়, মাসখানেকের মধ্যে সড়কের কাঁচিকাটা সেতু এবং ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আঁধারে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ৩০ -৪০ বছর বয়সি মেহগনি ও শিশু গাছ গুলো প্রায় ১০ – ১২ লাখ টাকায় বিক্রি করেছে একটি চক্র। এতোদিন ধরে গাছ কাটা চললেও জানেনা প্রশাসন। তবে পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসনের লোকজন। মামলার বাদী আবুল হোসেন বলেন, রাতের আঁধারে প্রায় এক কিলোমিটার সড়কের পাশ থেকে ১৯টি গাছ চুরির ঘটনা ঘটেছে। গাছ গুলোর দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করা হয়েছে। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, করাতকল মালিককে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা করেছেন এক ভূমি কর্মকর্তা। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ১৫ – ২০ জন। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
Leave a Reply