কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ মিঠুন ওরফে কালাচাঁদ (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মিঠুন ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর এলাকার বাবু গাইনের এর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল সোমবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের বাবু গাইনের বসত ঘরের ভিতরে একটি বিদেশী রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ মিঠুন ওরফে কালাচাঁদকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply