1. nannunews7@gmail.com : admin :
December 22, 2024, 8:27 am
শিরোনাম :
পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে সর্বস্তরের মানুষের মানব বন্ধন কর্মসুচি পালিত আলমডাঙ্গায় এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের মিলন মেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ ভেড়ামারায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার রাতের আঁধারে গাছ কর্তনের দায়ে অবশেষে করাতকল মালিককে প্রধান আসামি করে মামলা দুর্নীতিবিরোধী শিক্ষা পরিবার থেকে নিতে হবে, তরুনদের ঐক্য ও এক থাকতে হবে সনাকের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত কুমারখালীতে ভাইয়ের আঘাতে ভাই খুন এক নজরে কচু চাষ

নিখোঁজ এমএইচ-৩৭০ ফ্লাইটের অনুসন্ধান ফের শুরু করছে মালয়েশিয়া

  • প্রকাশিত সময় Saturday, December 21, 2024
  • 3 বার পড়া হয়েছে

এনএনবি : দশ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী উড়োজাহাজের অনুসন্ধান আবার শুরু করতে নীতিগতভাবে রাজি হওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার।
২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রীসহ এমএইচ-৩৭০ ফ্লাইট নিখোঁজ হয়ে যায়।
স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে দেখা যায়, উড়োজাহাজটি সম্ভবত ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি কোথাও বিধ্বস্ত হয়েছে। কিন্তু দুইবার বড় ধরনের উদ্যোগ নিয়ে উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চালানো হলেও উল্লেখ করার মতো কিছু পাওয়া যায়নি।
উড়োজাহাজটি খোঁজার চেষ্টা বার বার মুখ থুবড়ে পড়েছে। ঘটনাটি বিশ্বের বিমান চলাচলের ইতিহাসে অন্যতম রহস্যময় ঘটনা হয়ে আছে।
শুক্রবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক বলেন, মন্ত্রিসভা উড়োজাহাজটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ‘ওশেন ইনফিনিটি’-এর সঙ্গে নীতিগতভাবে সাত কোটি ডলারের চুক্তি অনুমোদন করেছে।
‘নো ফাইন্ড নো ফি’(ফল না পেলে ফি নেই) শর্তের ভিত্তিতে চুক্তিটি অনুমোদন করেছে মালয়েশিয়া সরকার। অর্থাৎ চুক্তি অনুযায়ী, উড়োজাহাজটির খোঁজ পেলেই কেবল ওশেন ইনফিনিটি কোম্পানিকে অর্থ দেবে মালয়েশিয়া। এর আগে একই শর্তের আওতায় ২০১৮ সালে ওশেন ইনফিনিটি তিন মাস উড়োজাহাজের খোঁজ করেছিল।
উড়োজাহাজটির খোঁজে মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে পানির নিচে অনুসন্ধান চালানো হয়েছিল।
ইনমারসাট স্যাটেলাইট ও উড়োজাহাজটির মধ্যে হওয়া স্বয়ংক্রিয় সংযোগের তথ্যের ওপর নির্ভর করে অনুসন্ধানটি শুরু করা হয়। এ অনুসন্ধানে ১৪ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করা হয়। কিন্তু দুই বছর অনুসন্ধানের পরও উড়োজাহাজটির কোনো চিহ্নের খোঁজ না পেয়ে ২০১৭ সালের জানুয়ারিতে অভিযান বন্ধ করা হয়।
এরপরই ২০১৮ সালে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের অনুসন্ধান সংস্থা ঔশন ইনফিনিটির ‘ফল না পেলে ফি নেই’ ভিত্তিতে তিন মাসের অনুসন্ধান প্রস্তাব গ্রহণ করে। কিন্তু তাতেও ফল মেলেনি। ফলে ২০১৮ সালের মে-মাসে খোঁজাখুঁজি বন্ধ করা হয়।
এবার মালয়েশিয়া সরকার ফের ওশান ইনফিনিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী বলেছেন, চুক্তির নির্দিষ্ট শর্তা নিয়ে আলোচনা এখনও চলছে এবং আগামী বছরের প্রথম দিকে চুক্তিটি চূড়ান্ত হবে।
বিবিসি জানায়, নতুন অনুসন্ধান অভিযানে দক্ষিণ ভারত মহাসাগরের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে এমএইচ-৩৭০ ফ্লাইটের খোঁজ চলবে।
ফ্লাইটটি ২০১৪ সালের ৮ মার্চ ভোরে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এ পর্যন্ত আফ্রিকা ও ভারত মহাসাগরের উপকূল বরাবর সাগরজলে ভেসে আসা উড়োজাহাজের ৩০টি খ-াংশ সংগ্রহ করা হয়। কিন্তু এরমধ্যে মাত্র তিনটি পাখার খ-াংশ নিখোঁজ উড়োজাহাজ এমএইচ৩৭০-র বলে নিশ্চিত হয়।
উড়োজাহাজটির সম্ভাব্য অবস্থান এলাকার আয়তন হ্রাস করার আশায় অধিকাংশ ধ্বংসাবশেষ বিশ্লেষণে ড্রিফট প্যাটার্ন ব্যবহার করা হয়।
এমএইচ৩৭০ ফ্লাইটের নিখোঁজের বিষয়ে ২০১৮ সালের জুলাইয়ে ৪৯৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বোয়িং ৭৭৭-কে অন্যপথে নিতে সম্ভবত ইচ্ছাকৃতভাবে এর কন্ট্রোল উদ্দেশ্য হাসিলে কাজে লাগানো হয়। কিন্তু কে এর জন্য দায়ী তদন্তকারীরা তা নির্ধারণ করতে পারেননি।
এমএইচ৩৭০ ফ্লাইটটির ধ্বংসাবশেষের স্থান খুঁজে না পাওয়ায় বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ডানপালা মেলেছে। এগুলোর মধ্যে যান্ত্রিক ত্রুটি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিধ্বস্ত করা থেকে শুরু করে অন্য গ্রহের বুদ্ধিমান প্রাণীরা উড়োজাহাজটি নিয়ে গেছে এমন উদ্ভট তত্ত্বও আছে।
সম্প্রতি কিছু বিমান চলাচল বিশেষজ্ঞ বলেছেন, সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে, সম্ভবত একজন অভিজ্ঞ পাইলট উড়োজাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে নিয়ে গেছেন।
তদন্তকারীরা বলেছেন, উড়োজাহাজটির পাইলট ও সহকারী পাইলটের ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক, প্রশিক্ষণ বা মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640