ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় আকবর আলী ও জেলেমন নেছা ইসলামীয়া মহিলা মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ভেড়ামারার সাতবাড়ীয়া ভাঙ্গাপুলে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা ছাবেদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ন্যাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, ১২ মাইল দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক নান্টু মন্ডল, উজির আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সহ ভেড়ামারার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply