কাগজ প্রতিবেদক ॥ আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে দুপুর ২টার দিকে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. রফিকুল ইসলাম। ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এর আগে, দিবসটি উপলক্ষে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে দুপুর সোয়া ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply