ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ই ডিসেম্বর সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভেড়ামারা উপজেলাতেও অনুষ্ঠিত হয় এই বিজয় র্যালি ও শোভাযাত্রাটি। এতে ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি ভেড়ামারা মধ্যবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রাণকেন্দ্র ভেড়ামারা শাপলা চত্বর হয়ে উপজেলাতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ভেড়ামারা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মহান বিজয় দিবসের পুষ্পস্তাবক অর্পণ করা হয়। শোভন আহমেদের সঞ্চালনায় সমাবেশে কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক বায়েজিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একই প্লাটফর্মে থেকে ভবিষ্যতে প্রতিটি দুর্নীতির বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াবো। আশা করি জাতীয় নাগরিক কমিটি আমাদের সব সময় পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে।
ভেড়ামারা উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ১৯৪৭ সালে বাংলাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু পাকিস্তানী বৈষম্য আমাদের পিছু ছাড়ে নাই। ফলশ্রুতিতে ১৯৭১ সালে যুদ্ধ করতে হয়েছে। ১৯৭১ সালে যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর এসেছে ঠিকই কিন্তু বাংলাদেশীরা ভারতীয় আগ্রাসন মুক্ত হতে পারে নাই। এরপর ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে।
সময় এসেছে ভারতীয় অগ্রাসনকে রুখে দাঁড়াবার। এই স্বাধীনতাকে, ২ হাজার ছাত্র জনতার বুকের রক্তকে, ৫০ হাজার আহতের আর্তনাদকে কোনভাবেই ভুলন্ডিত হতে দেওয়া যাবে না। এই বিজয়গাঁথাকে ধারণ করে নতুন বিজয়ের স্বপ্নকে বুনতে হবে আর বাস্তবায়ন করতে হবে। আশা করি সামনের লড়াই সংগ্রামে আপনাদেরকে পাশে পাবো।
বিজয় শোভাযাত্রা ও র্যালিতে জাতীয় নাগরিক কমিটির “ভেড়ামারা প্রতিনিধি” কমিটির সকল সদস্য বাদেও এর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীও উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ
কাগজ প্রতিবেদক ॥ ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করে কুষ্টিয়া জেলা জামায়েত ইসলামী।
সোমবার সকাল ১০টায় চৌঁড়হাস মোড় থেকে র্যালিটি কুষ্টিয়া শিল্পকলার সামনে এসে সমাবেশ করে কুষ্টিয়া জেলা জামায়াত।
জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, শহর আমীর এনামুল হক প্রমূখ
সেসময় কুষ্টিয়া জেলা আমীর আবুল হাশেম বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। তবুও আমাদের দমিয়ে রাখতে পারিনি৷ আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি৷
সেসময় তিনি আরো বলেন, আগামীতে যেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার আর কখনো ফিরে না আসে তাই ইনসাফ ভিক্তিক রাষ্ট্র গড়তে হবে। আর সেভাবেই কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী। সসময়, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি সোহরাব হোসেন, মাজহারুল হক মোমিন, কুষ্টিয়া শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা শিবির সভাপতি ইমরান খানসহ জেলা ও শহর জামায়াত ও শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply