জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে র্যালী ও স্মৃতি সৌধে পুষ্পমাল্য অপর্ণ
কাগজ প্রতিবেদক ॥ মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পার্টি ( কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিজয় র্যালী ও শহিদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সোমবার সকাল ১১ টায় জাতীয় পার্টি ( কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গির হোসেন হাফিজ লালুর নেতৃত্বে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী সামনে থেকে কয়েক শত নেতা কর্মিদের অংশগ্রহনে বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে শহিদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জাতীয় পার্টি ( কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার অন্যতম নেতা আরিফ খান চৌধুরীসহ বিভিন্ন নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে জাতীয় পার্টি ( কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গির হোসেন লালু বলেন, এই অন্তবর্তি সরকারের কাছে জাতীয় পার্টি ( কাজী জাফর) প্রত্যাশা করে, সকল সংস্কার শেষে সঠিক সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এবং তার জন্য জাতীয় পার্টি ( কাজী জাফর) এই সরকারকে সব ধরণের সহযোগীতা করবে ইনশাল্লাহ।
Leave a Reply