কাগজ প্রতিবেদক ॥ বীর শহীদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, এক মিনিট নিরবতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতসহ নানা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন রাষ্ট্রীয়ভাবে জেলা প্রশাসক চত্বরে শহীদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপস) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজ উপস্থিত ছিলেন। স্মৃতি সৌধে পুস্পার্ঘ অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply