কুষ্টিয়া, ২২ আগষ্ট ২০২১ ॥ রোটারী ক্লাব অব কুষ্টিয়া ও কুষ্টিয়া ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় পরিচালিত কোভিট কেয়ার অন হুইল প্রজেক্টকে আরো বেগবান করার জন্য কুষ্টিয়া জেলা স্কুলের ১৯৬৬ ব্যাচের ছাত্রদের উদ্যোগে গরীব ও দুস্থ করোনা রোগীদের সেবার জন্য ৯টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে কে এন বি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার ও অর্থ সাহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা স্কুলের ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ও রোটারী ক্লাব অব কুষ্টিয়ার চার্টাড প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খায়রুল ইসলাম। প্রধান অতিথি বলেন, কুষ্টিয়া জেলা স্কুলে ১৯৬৬ ব্যাচের শিক্ষার্থীরা এই করোনা মহামারীতে সাধারণ মানুষের সেবার জন্য অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান করছে এজন্য আমি গর্বিত, তার কারন আমি বর্তমানে ওই স্কুলেরই প্রধান শিক্ষক। তিনি বলেন, রোটারী ক্লাব অব কুষ্টিয়াকে ধন্যবাদ জানাই, তারা করোনা মহামারীর শুরু থেকে মানুষকে সেবা দেয়া এবং তাদের পাশে থাকার যে পদক্ষেপ গ্রহন করেছে সেটা কুষ্টিয়া বাসীর জন্য বড় পাওয়া। সভাপতি তার বক্তব্যে বলেন, কুষ্টিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণে সাধারণ মানুষ যখন দিশেহারা তখন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ মানুষের সেবা করা এবং তাদের পাশে থাকার যে কর্মসূচী চালিয়ে যাচ্ছে সেটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাদের এই সেবামূলক কর্মকান্ড দেখে আমি, আমাদের জেলা স্কুলের ১৯৬৬ ব্যাচের বন্ধুদের সাথে আলাপ করি যে, আমরা এই করোনা মহামারীতে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি কিনা। তখন সবার সিদ্ধান্ত অনুযায়ী রোটারী ক্লাব অব কুষ্টিয়া ও কুষ্টিয়া ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় পরিচালিত কোভিট কেয়ার অন হুইল প্রজেক্টের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তিনি আরও বলেন, আমাদের জেলা স্কুলে ১৯৬৬ ব্যাচের বন্ধুদের মধ্যে আমি, আশরাফ উদ্দিন নজু, শরফুদ্দিন, হাবিবুল আলম, কর্ণেল মাহাবুবুর রহমান, আবুল হাসেম, মমিনুল আজম, আবু ফাতেহ শিবলী, মান্নান, মিন্টু, রেজা, কবির এই অক্সিজেন সিলিন্ডার ও চলমান অর্থ সহায়তা প্রদানে অংশ গ্রহন করি। রোটারী ক্লাব অব কুষ্টিয়ার লেফটেন্যান্ট গভর্নর অজয় সুরেকা’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ও কে এন বি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান, কুষ্টিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহরিয়ার পাভেল, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী জাহিদুল ইসলাম রনি, জেলা স্কুলের ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র নুরুল হুদা দুলু, সদর উদ্দিন ও এ আজাদ এম কবির প্রমুখ।
Leave a Reply