কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলায় বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে ১২টার দিকে জেলা শিল্পকলা অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় তোপের মুখে পড়েন কুষ্টিয়ার ডিসি। সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দুজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য থাকার পর জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য দিতে গেলে অন্য মুক্তিযোদ্ধারা হট্টগোল শুরু করেন। তবে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকুকে সভায় বক্তব্য দিতে দিলে পরিবেশ শান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের ডেকে শুধু মাত্র একটি দলের দুইজনকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু সেখানে সাবেক কমান্ডারসহ অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও উপস্তিত ছিলেন। তাদের বক্তব্য না দিতে ডাকলে ক্ষুব্ধ হন অনেকেই। এ নিয়ে জেলা প্রশাসক বক্তব্য দিতে উঠলে তাকে ঘীরে ধরেন অনেকেই।
এছাড়া একাত্তর নিয়ে আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। পরে সবাই আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘অনুষ্ঠানে একটু হট্টগোল হয়েছিল, পরে সেটা ঠিক হয়ে গেছে। কোনো ঝামেলা হয়নি।’ এ ব্যাপারে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘এটা তেমন কিছু নয়। অনুষ্ঠানের ব্যাপারটা অনেকেরই পছন্দ হয়নি। পরে ঠিক হয়ে গেছে।’
Leave a Reply