1. nannunews7@gmail.com : admin :
December 22, 2024, 2:53 pm

বিজয় দিবস প্রীতি ক্রিকেট রফিকের ঝড়ো ব্যাটিংয়ে জুয়েল একাদশের জয়

  • প্রকাশিত সময় Monday, December 16, 2024
  • 8 বার পড়া হয়েছে

 

ক্রীড়া প্রতিবেদক ॥মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচে বড় জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। সাবেক কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের ঝড়ো ৫৮ রানের সুবাদে ৯ উইকেটে জিতেছে খালেদ মাসুদ পাইলটের দলট।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করেছিল।জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রফিক ও এহসানুল হক মিলে শতরানের জুটি গড়ে শহীদ জুয়েল একাদশের জয়ের ভিত গড়ে দেন। রফিক ৬টি চার ও ২টি ছক্কায় ফিফটি হাঁকিয়ে ফিরলেও, দলের জয় নিশ্চিত করে এহসান অপরাজিত ছিলেন ৪৩ রানে। আরেক অপরাজিত ব্যাটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফিস করেন ১৬ রান। ফলে ৪ বল হাতে রেখেই শহীদ জুয়েল একাদশের জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে নান্নুর দলকে মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে ৫০ রান হওয়ার আগেই অপি ১৪ রানে ফেরেন ফয়সাল হোসেন ডিকেন্সের বলে। আরেক ওপেনার ও বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার আউট হয়েছেন ২৫ রানে। পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেছেন। ১৫ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ।

বিপরীতে জুয়েল একাদশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফিক। ফিফটির সঙ্গে ২টি উইকেট শিকার করে অলরাউন্ড নৈপুণ্য দেখানো রফিক ম্যাচসেরা হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640