মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা পৌরসভাধীন তালতলা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।পৌরসভার সৌর ল্যাম্পপোস্ট তুলে ফেলার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে গতকাল সকালে এই ল্যাম্পপোস্টটি মাটি খুঁড়ে উপড়ে বাড়িতে রেখে দিয়েছেন জুয়েল রানা।এলাকাবাসীরা জানান, তালতলা এলাকার বটতলা মোড়ে সৌর ল্যাম্পপোস্টটি স্থাপন করেছিল পৌরসভা। এটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাতে আলো থাকায় নিরাপত্তা বাড়তো।তবে সম্প্রতি জায়গা দখলের উদ্দেশ্যে ল্যাম্পপোস্টটি তুলে বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ এবং হতাশ। স্থানীয়ভাবে জুয়েল ক্ষিপ্ত মানুষ হিসেবে পরিচিত হওয়ায় কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতেও পারছে না। ঘটনাটির দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। তারা সরকারি সম্পদের এমন ক্ষতি রোধে সকলের সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন। এদিকে, ঘটনায় সুনির্দিষ্ট পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জুয়েল রানা বলেন, ‘ল্যাম্পপোস্টটি আমার জমিতে স্থাপন করা হয়েছিল। সিঁড়িঘর নির্মাণের জন্য ল্যাম্পপোস্টটি তুলেছি। আমি ল্যাম্পপোস্টটি আবার পুঁতে দেব।’চুয়াডাঙ্গা পৌরসভার সচিব এসএম রেজাউল করিম বলেন, ‘আমাদের অনুমতি ছাড়া কেউ ল্যাম্পপোস্ট সরিয়ে নিতে পারে না। এটি সরকারি সম্পদ এবং এই কাজ আইনবিরোধী। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Leave a Reply