কাগজ প্রতিবেদক ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকেরা বসে থাকেনি। ২০০৪ সালে জামাত বিএনপির আমলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যা করার একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু আইভি রহমান সহ সেদিন ২৪জন নিহত হলেও প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আত্উার রহমান আতা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় একজন কারারক্ষী জড়িত ছিল। ওই দিন রাতেই খালেদা জিয়া চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিলেন। বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ ও ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। তারা খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানের আশ্রয়ে ছিলেন। যখন খুনিরা শুনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছে, তখন তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট ২০০৪ সালে বিএনপি গ্রেনেড হামলা চালিয়েছিলো। আতাউর রহমান আতা উল্লেখ্য করে বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যা করে খুনিরা খ্যান্ত হয়নি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে খুনীরা হত্যা করতে পারেনি। তাই সেই অসমাপ্ত কাজকে এদিন সমাপ্ত করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর অসীম রহমতে প্রধানমন্ত্রী বেঁচে গেছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবি জানান তিনি। গতকাল বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দহকুলা বাজারে গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান ও পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, আলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ শেখ, সম্পাদক মফিজ উদ্দিন, সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, শহর ছাত্র লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল প্রমুখ। পরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্বার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply