কাগজ প্রতিবেদক ॥ বুকসমান পানির ভেতর দিয়ে এগিয়ে আসছেন ৪৫ বছর বয়সী খোদেজা খাতুন। আগন্তুক একজনকে দেখে মনে করলেন হয়তো ত্রাণ নিয়ে এসেছেন। সাংবাদিক পরিচয় জানার পর জানালেন, ১৫ দিন ধরে তাঁরা পানিবন্দী অবস্থায় আছেন। পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। বাইরেও বের হতে পারছেন না। বাড়ির ভেতর পানি থই থই করছে। ঘরে যেটুকু খাবার ছিল সেটাও শেষের দিকে। ১৫ দিন ধরে এমন পরিস্থিতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের মানুষের। এই ইউনিয়নের ১৮টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। মানুষের পাশাপাশি গবাদিপশুর খাবারেও সংকট দেখা দিয়েছে। এমনকি দুদিন আগে বাড়ির আঙিনার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুও ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিলমারী ইউনিয়ন নৌকাযোগে ঘুরে দেখা হয়। নৌকার মাঝি শরিফুল ইসলাম বানের পানি ভেদ করে এঁকেবেঁকে ছুটে চলেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। এঁকেবেঁকে চলার কারণ জানতে চাইলে মাঝি বলেন, পানির নিচ দিয়ে কাচা সড়ক রয়েছে। সেখানে কোনো গাছগাছালি নেই। নৌকার পাখায় যাতে কোনো কিছু আঘাত না লাগে এ জন্য এভাবে যাচ্ছেন। সড়কের বদলে বানের পানিতে এই ইউনিয়নের মানুষের চলাচলে নৌকাই এখন একমাত্র ভরসা। চলতি মাসের প্রথম সপ্তাহে ইউনিয়নজুড়ে পানি প্রবেশ করতে থাকে। ধীরে ধীরে কয়েক দিনের মধ্যে সব গ্রামের বাড়িঘরগুলোর ভেতর ও আঙিনা পানিতে ভরে যায়। খারিজারথাক গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন পানির ভেতর হেঁটে হতভম্ব হয়ে ঘুরছেন। পানিতে তিনি ১০ কাঠা জমিতে আবাদের পাট জাগ দিয়েছিলেন। সকাল থেকে সেই জাগের পাট খুঁজে পাচ্ছেন না। তাঁর ধারণা, কেউ হয়তো জাগ দেওয়া পাট চুরি করে নিয়ে গেছে। শুধু পাট নয়, পুরো ইউনিয়নে এই সময়ে ফসল পানির নিচে। ধান, পাট, মরিচ, কচু, কলাসহ বিভিন্ন ধরনের সবজিখেত ডুবে গেছে। বাংলাবাজার এলাকায় ডুবে থাকা ধান কাটছিলেন মোস্তফা আলী। তিনি বলেন, এবার বন্যায় সব ফসল শেষ করে দিয়েছে। ধান এখনো পাকেনি। আরও ১৫ দিন পর কাটলে ফলন ভালো পাওয়া যেত। পানিতে নষ্ট হয়ে গেছে ধান। কাটা ধান থেকে তেমন কিছুই পাওয়া যাবে না। ছোট ডিঙ্গিতে চড়ে ঘুরছিলেন খলিলুর রহমান। তিনি বলেন, শুকনা খাবারের অভাব দেখা দিয়েছে। দরিদ্র পর্যায়ের কোনো পরিবার এখনো কোনো ত্রাণসহায়তা পায়নি। এটা দ্রুত দেওয়া হলে খুবই ভালো হতো। বাংলাবাজার এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব চিটু মন্ডল বলেন, এবার বন্যার পানি প্রচুর। ঘরের ভেতর একহাঁটু পানি। বাড়ির বাইরে বের হলে বুকসমান পানি। খুবই আতঙ্কে দিন-রাত কাটাতে হচ্ছে। পোকামাকড় ও সাপের উপদ্রবও বেড়েছে। আরও কয়েকটি গ্রামের পানিবন্দী বাসিন্দারা জানান, এলাকায় টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে গেছে। এতে সুপেয় পানির অভাব দেখা গেছে। সুপেয় পানির অভাবে মানুষের পেটের পীড়াসহ অন্যান্য রোগ দেখা দিচ্ছে। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, বেশ কয়েক বছরের মধ্যে এবারের বন্যা পরিস্থিতি বেশি খারাপ। মানুষ খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ত্রাণের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। হয়তো কয়েক দিনের মধ্যে ত্রাণসহায়তা পাওয়া যাবে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, বিকেলের মধ্যে ৫০০ প্যাকেট ত্রাণ চিলমারীতে পৌঁছাবে। ত্রাণের প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম লবণ রয়েছে। আরও বরাদ্দ আসছে। ধাপে ধাপে দেওয়া হচ্ছে। অন্যদিকে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু রক্ষা বাঁধসহ নদীতীরবর্তী বিভিন্ন উপকূলে ভাঙন পরিস্থিতির অবনতি হয়েছে। ভাঙনরোধে বিভিন্ন স্থানে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এর তত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, এভাবে পানি বাড়তে থাকলে আগামীকালের মধ্যে পানি বিপদসীমা ছুঁয়ে ফেলবে। এতে আরও ক্ষয়ক্ষতি বাড়তে পারে।
Leave a Reply